রাজনীতিকদের চেয়ে তারকা প্রার্থীরাই এগিয়ে

West Bengal celebrity candidates
(ঘড়ির কাঁটার দিক থেকে) রুপা গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, দেব, নুসরাত জাহান, বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

দলের সঙ্গে দলের যুদ্ধ না বলে বরং বলা যেতে পারে তারকাদের সঙ্গে রাজনীতিকদের যুদ্ধ। এখানো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের লোকসভা ভোটের যা ফলাফল তাতে নিঃসন্দেহে বলা যায় যে বর্ষীয়ান অনেক রাজনীতিকের চেয়ে ভালো ফল করছেন তারকা প্রার্থীরা।

যেমন বসিরহাট থেকে তৃণমূলের তারকা প্রার্থী নুসরাত জাহান দুপুর পর্যন্ত প্রায় ৮৯ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। একইভাবে যাদবপুর আসনের তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীও এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বীদের চেয়ে।

তৃণমূলের আরও দুই তারকা প্রার্থী যদিও পিছিয়ে পড়েছেন, যেমন বীরভূম থেকে শতাব্দী রায় এবং আসানসোল থেকে মুনমুন সেন পিছিয়ে পড়েছেন। যদিও বিজেপির অপর সেলিব্রেটি বাবুল সুপ্রিয় আসানসোল থেকে বিপুল ব্যবধানের এগিয়ে রয়েছেন।

এছাড়াও বিজেপির লকেট চট্টোপাধ্যায় হুগলী থেকে এগিয়ে, একইভাবে ঘাটাল থেকে এগিয়ে রয়েছেন তৃণমূলের অভিনেতা প্রার্থী দীপক অধিকারী বা দেব।

তৃণমূল এবং বিজেপি দুটি দলেরই সেলিব্রেটি প্রার্থী জয়ের নিরিখ বলছে তারা অন্য রাজনীতিকদের চেয়ে গড় হিসাবে জেতার ক্ষেত্রে এগিয়ে।

অন্যদিকে তারকা রাজনীতিক হিসেবে এখন পর্যন্ত এগিয়ে থাকার তালিকায় রয়েছেন তৃণমূল শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি- তিনি মমতা ব্যানার্জির ভাইপো। এগিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, পিছিয়ে রয়েছেন বিজেপির শীর্ষ নেতা রাহুল সিনহা, পিছিয়ে পড়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা প্রাক্তন কলকাতার মেয়র সুব্রত মুখার্জিও।

পশ্চিমবঙ্গ লোকসভার আসন রয়েছে ৪২টি। এখন পর্যন্ত গণমাধ্যম সূত্রের খবর, তৃণমূল ২৫ আসনে এগিয়ে, বিজেপি এগিয়ে ১৬ আসনে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ১টি আসনে। বামফ্রন্ট কোনও আসনেই এগিয়ে নেই।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

1h ago