সময়মতো শপথ নেব: সুলতান মনসুর

Sultan Mansur
সুলতান মোহাম্মদ মনসুর। ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর সাংসদ হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন।

আজ (১ ফেব্রুয়ারি) দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সময়মতো শপথ নেব। যখন সময় হবে, আমি সুস্থ হবো, তারপর আমি শপথ নেব।”

জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীদের কেউ সংসদে যোগ না দিতে জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের আহ্বান প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে সুলতান মনসুর বলেন, “আমি তো গণফোরাম করি না। আমি গণফোরামের কোনো কর্মকর্তাও নই। আমি স্বতন্ত্র লোক। আমি জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ছিলাম। গণফোরামের সিদ্ধান্ত গণফোরাম নিয়েছে। এটি গণফোরামের ব্যাপার।”

অপরদিকে, নির্বাচনে সিলেট-২ আসনের গণফোরামের প্রার্থী মোকাব্বির খান দলের সিদ্ধান্ত অনুযায়ী সাংসদ হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন। গতকাল দ্য ডেইলি স্টার অনলাইনকে তিনি বলেন, “এই মুহূর্তে দলের সিদ্ধান্ত সংসদে না যাওয়ার পক্ষে। সুতরাং দলের সিদ্ধান্ত অনুযায়ী আর শপথ নিচ্ছি না। যতক্ষণ পর্যন্ত দল ইতিবাচক সিদ্ধান্ত নেবে না ততক্ষণ আমি শপথ নেব না।”

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

3h ago