ভারতের বিনোদন জগতে সবচেয়ে প্রভাবশালী ১০

Deepika Padukone and Amitabh Bachchan in Piku
‘পিকু’ চলচ্চিত্রে অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

চলতি বছরে ভারতের বিনোদন জগতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকার প্রথমেই রয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এবং শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

দ্য ইউগভ ইনফ্লুয়েন্সার ইনডেক্স ২০১৮-এর তালিকায় উঠে এসেছেন ‘পিকু’ অভিনেতা অমিতাভ এবং অভিনেত্রী দীপিকার নাম। অনলাইন জরিপে তাদের নাম সবার উঠে আসায় তারা দেশটির অভিনয় এবং খেলাধুলার জগতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।

সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল আজ (২০ নভেম্বর) জানায়, ইউগভ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে লোকজনের পছন্দ ও ভালোলাগার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় পুরুষদের সেরা দশের প্রথমে রয়েছেন বিগ বি এবং নারীদের তালিকায় সেরা দশের প্রথমে রয়েছেন ‘পদ্মাবত’ অভিনেত্রী।

এছাড়াও, সম্মিলিত তালিকায় শীর্ষে রয়েছেন ‘কুলি’ অভিনেতা এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন দীপিকা।

তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও শচীন টেন্ডুলকার। অভিনেতা অক্ষয় কুমার রয়েছেন পঞ্চম অবস্থানে।

বলিউডের প্রভাবশালী অভিনেতা আমির খান এবং ‘বলিউড বাদশাহ’-খ্যাত শাহরুখ খান রয়েছেন যথাক্রমে সপ্তম এবং অষ্টম অবস্থানে।

উল্লেখ্য, তালিকার নবম এবং দশম স্থান পূর্ণ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়া।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

5m ago