যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪: ফলাফল থেকে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের নির্বাচনে একটি ভোটকক্ষ। ছবি: রয়টার্স

কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার সবদিক থেকেই পরিপূর্ণ জয় পেয়েছেন তিনি।

২০১৬ সালে ইলেকটোরাল কলেজে জয় পেলেও পপুলার ভোটে হেরেছিলেন, এবার ইলেকটোরাল-পপুলার উভয় ক্ষেত্রে এগিয়ে থেকেই জয় পেয়েছেন। 

নির্বাচনের আগে বিভিন্ন জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হলেও আগের দুই নির্বাচনের মতো লড়াই হয়নি এবার। ভোট গণনা শুরু হওয়ার পর প্রথম থেকেই এগিয়ে ছিলেন ট্রাম্প।

মঙ্গলবারের নির্বাচনে শুধু প্রেসিডেন্ট না; সিনেটর, কংগ্রেসম্যান, গভর্নরসহ আরও অনেক প্রার্থীই নির্বাচিত করেছেন মার্কিন ভোটাররা। এই নির্বাচন থেকে এখন পর্যন্ত যা যা জানা গেল-

ভোটের ব্যবধান 

বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ২৯৫ ইলেকটোরাল ভোট পেয়েছেন ট্রাম্প, কমলা পেয়েছেন ২২৬। জয়ের জন্য ট্রাম্পের প্রয়োজন ছিল ২৭০ ভোট।

২০০৪ নির্বাচনের পর প্রথম রিপাবলিকান প্রার্থী হিসেবে সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতলেন ট্রাম্প। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ট্রাম্প প্রায় ৫১ শতাংশ ভোট পেয়েছেন। কমলা পেয়েছেন ৪৭ দশমিক ছয় শতাংশ ভোট।

দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় ট্রাম্পের জয়জয়কার

সাতটি দোদুল্যমান রাজ্যের ওপর এ নির্বাচনের ফলাফল নির্ভর করার কথা ছিল। এরমধ্যে পাঁচটিতে (জর্জিয়া, মিশিগান, পেলসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, উইসকনসিন) ইতোমধ্যে ট্রাম্পকে জয়ী ঘোষণা করা হয়েছে। বাকি দুই অঙ্গরাজ্য, নেভাদা ও অ্যারিজোনাতেও এগিয়ে আছেন তিনি।

সিনেট আবার রিপাবলিকানদের দখলে

মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ, সিনেটে আবার সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে রিপাবলিকান পার্টি। নির্বাচনের আগে ১০০ আসনের সিনেটে ৫১-৪৯ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ছিল ডেমোক্র্যাটদের। এবার সিনেটের ৩৪টি আসনে নির্বাচন হয়েছে, এর মধ্যে ডেমোক্র্যাটদের দখলে ছিল ২৩টি আসন, রিপাবলিকানদের ১১টি।

তিনটি ডেমোক্র্যাটিক আসনে ইতোমধ্যে জয় তুলেছে রিপাবলিকান প্রার্থীরা। চারটি আসনে এখনো ফলাফল ঘোষণা করা হয়নি। বর্তমানে সিনেটে ৫২-৪৪ ব্যবধানে এগিয়ে আছে রিপাবলিকানরা।

হাউজ অব রিপ্রেজেন্টেটিভেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার পথে রিপাবলিকানরা। ৪৩৫ সদস্যের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রয়োজন ২১৮ আসন। শেষ খবর পাওয়া পর্যন্ত, ২০৫ আসনে জয় নিশ্চিত করেছে রিপাবলিকান প্রার্থীরা, ডেমোক্র্যাটদের দখলে গেছে ১৮৯ আসন।

হিস্প্যানিক ও ক্যাথলিক ভোটারদের মাঝে ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে

সিএনএনের এক্সিট পোল অনুযায়ী, ২০২০ নির্বাচনে মাত্র ৩২ শতাংশ হিস্প্যানিক ভোটার ট্রাম্পকে বেছে নিয়েছিল। এবার সে সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৬ শতাংশে।

ধর্মের বেলায়, ক্যাথলিক খ্রিস্টানদের মাঝে ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে। সিএনএনের তথ্য অনুযায়ী, ২০২০ নির্বাচনে ৪৭ শতাংশ ক্যাথলিক ভোটারের সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে। এবার সেটি গিয়ে দাঁড়িয়েছে ৫৮ শতাংশে।

নারীদের মাঝে জনপ্রিয়তা কমেনি ট্রাম্পের

এবারের নির্বাচনে ডেমোক্র্যাটিক শিবিরের সবচেয়ে বড় এজেন্ডাগুলোর একটি ছিল গর্ভপাতের অধিকার। এছাড়া, ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স একাধিকবার নারীবিদ্বেষী মন্তব্য করায় এবং কমলা নিজে নারী হওয়ায় ডেমোক্র্যাটরা নারী ভোটারদের কাছ থেকে বেশি সমর্থন পাবে, তা ধরেই নেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনে তা হয়নি। ২০২০-এর তুলনায় এই নির্বাচনে বেশি নারী ভোট পেয়েছেন ট্রাম্প (২০২০ নির্বাচনে ৪২ শতাংশ, এবার ৪৫ শতাংশ)।

তবে এক্সিট পোলে সিংহভাগ ট্রাম্প ভোটারও (৫৯ শতাংশ) গর্ভপাতের অধিকারের পক্ষে রায় দিয়েছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই নির্বাচনে সাতটি অঙ্গরাজ্যে গর্ভপাতের অধিকার রক্ষা বা প্রসারিত করার ব্যবস্থা পাস হয়েছে ভোটের মাধ্যমে।

Comments