মার্কিন নির্বাচনের প্রভাবে বিশ্ব শেয়ারবাজার ঊর্ধ্বমুখী

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নির্বাচন চলাকালে আজ বুধবার সকালে জাপান ও অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক স্টক সূচক ঊর্ধ্বমুখী এবং অন্যান্য মুদ্রার তুলনায় মার্কিন ডলারের দাম বেড়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে বিশেষ করে এশিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

জাপানে বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ স্টক সূচক ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যেখানে অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ স্টক সূচক ১ শতাংশ বেশি।

যদিও হংকংয়ের হ্যাং সেং স্টক সূচক ১ শতাংশেরও বেশি নিচে ছিল, তবে মূল ভূখণ্ড চীনে সাংহাই কম্পোজিট সূচক প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ, এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাকের সকল স্টক সূচক ১ শতাংশেরও বেশি বেড়েছে।

ইউরো, পাউন্ড এবং জাপানি ইয়েনসহ অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।

বিনিয়োগ সংস্থা কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, 'আজ আমরা বিশ্ব বাজারজুড়ে কিছু ওঠানামা দেখতে পাচ্ছি, বিশেষ করে মার্কিন ডলার এবং চীনা স্টকগুলো প্রধান উদাহরণ।'

Comments

The Daily Star  | English

No place for Islamic extremism in Bangladesh: Yunus

Islamic extremism will never find a place in Bangladesh again, said Chief Adviser Muhammad Yunus recently

1h ago