লস অ্যাঞ্জেলেসে দাবানল

মৃত্যু বেড়ে ১১, সরানো হয়েছে ১ লাখ ৮০ হাজার মানুষকে

লস অ্যাঞ্জেলেসে আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ফেলা হচ্ছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে এখন পর্যন্ত ১১ জন প্রাণ হারিয়েছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে দাবানলে ১০ হাজারের বেশি স্থাপনা পুড়ে গেছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে গেছে ১ লাখ ৮০ হাজার মানুষকে।

গত মঙ্গলবার শুরু হওয়া দাবানলে দেড়শ বিলয়ন ডলারের ক্ষতি হয়েছে।

লস অ্যাঞ্জেলেসে কমপক্ষে ৬টি এলাকা আগুনে জ্বলছে। সবচেয়ে বড় দ্য প্যালিসেডস ফায়ার শহরের উত্তর-পশ্চিমের প্রায় ৮৬ বর্গকিলোমিটার (৩৩ বর্গমাইল) এলাকা গ্রাস করেছে।

এখানে রয়েছে বহু কোটিপতি এবং সেলিব্রিটিদের আবাসস্থল।

দ্বিতীয়টি লস অ্যাঞ্জেলেসের পূর্ব উপশহর আলটাডেনার ইটন ফায়ার। এটি ৫৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়েছে।

অন্য তিনটি ছোট আকারের দাবানল। কেনেথ ফায়ার (৪ বর্গকিলোমিটার), হার্স্ট ফায়ার (৩ বর্গকিলোমিটার) এবং লিডিয়া ফায়ার (১.৬ বর্গকিলোমিটার)। এগুলো যথাক্রমে ৫০ শতাংশ, ৭০ শতাংশ এবং ৯৮ শতাংশ আংশিকভাবে নিয়ন্ত্রণ করা গেছে।

দাবানল ৩৭ হাজার একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে।

গত কয়েক বছরের তুলনায় এবার ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া দাবান আকারে ছোট হলেও ভয়াবহ কারণ এবার আবাসিক এলাকায় আগুন ছড়িয়েছে।

এদিকে দাবানলের মধ্যে লুটপাটের ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় রাত্রিকালীন কারফিউ এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Awami League govt guilty of gross human rights violations: UN

Coordinated, calculated acts of violence, repression tantamount to crimes against humanity

1h ago