সিনেটে এগিয়ে ডেমোক্রেট, প্রতিনিধি পরিষদেও ব্যবধান কমছে

যুক্তরাষ্ট্রে ভোট
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন স্থানীয়রা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ১০০ আসনের মধ্যে ৪৮ আসন পেয়ে এগিয়ে আছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি পেয়েছে ৪৭ আসন।

এ ছাড়াও, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও বিরোধী রিপাবলিকানদের সঙ্গে ব্যবধান কমাচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের দল।

প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে এখন পর্যন্ত প্রাথমিক গণনায় রিপাবলিকানরা পেয়েছেন ১৯৭ আসন ও ডেমোক্রেটরা পেয়েছেন ১৭১ আসন।

নিম্নকক্ষে যেকোনো দলকে সংখ্যাগরিষ্ঠতা পেতে ২১৮ আসন পেতে হবে।

আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকানরা জয়ী হলে বাইডেন প্রশাসনকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে বিরোধিতায় পড়তে হবে।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, রিপাবলিকানরা বিজয়ী হলে রুশ আগ্রাসনের শিকার ইউক্রেনে মার্কিন সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে।

Comments

The Daily Star  | English

Trump says Iran and Israel agree to a ceasefire

"It has been fully agreed by and between Israel and Iran that there will be a Complete and Total CEASEFIRE... for 12 hours, at which point the War will be considered, ENDED!"

1d ago