মিসৌরিতে স্কুলে গুলি, শিক্ষার্থীসহ নিহত ৩

মিসৌরি স্কুল
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুই শহরে সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফরমিং আর্টস হাইস্কুলে গুলিতে শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুই শহরে একটি হাইস্কুলে গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল স্থানীয় সময় সকাল ৯টার খানিক পর এক বন্দুকধারী সেন্ট্রাল ভিজুয়াল অ্যান্ড পারফরমিং আর্টস হাইস্কুলে ঢোকেন।

স্কুলের দরজা বন্ধ থাকায় তিনি কীভাবে সেখানে ঢুকেছিলেন তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে এতে আরও বলা হয়, পুলিশ 'দ্রুত' বন্দুকধারীকে থামিয়ে দিয়েছেন।

১৯ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারী সেই স্কুলের শিক্ষার্থী ছিলেন। পুলিশের সঙ্গে গোলাগুলির সময় তিনি নিহত হন।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় ঘটনাস্থলে এক ছাত্রী ও হাসপাতালে এক নারী মারা গেছেন।

আহত ৭ জনের মধ্যে ৪ ছাত্র ও ৩ ছাত্রী রয়েছেন। তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সেন্ট লুইয়ের পুলিশ কমিশনার মাইকেল স্যাক গণমাধ্যমকে বলেছেন, 'আমাদের সবার জন্য ঘটনাটি মর্মান্তিক। এফবিআই এর তদন্তে সহায়তা করছে।'

Comments