ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ পুতিনের

তুরস্ক ও সিরিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি পুতিনের
ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬ জানুয়ারি থেকে অবশ্যই রুশ সেনাদের ৩৬ ঘণ্টা হামলা বন্ধ রাখতে বলে জানিয়েছে ক্রেমলিন।

রাশিয়া ও ইউক্রেনে বসবাসকারীসহ অনেক অর্থোডক্স খ্রিস্টান আগামী ৬-৭ জানুয়ারি ক্রিসমাস উদযাপন করবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান মস্কোর প্যাট্রিয়ার্ক কিরিল বৃহস্পতিবার উভয়পক্ষকে ক্রিসমাস যুদ্ধবিরতি পালনের আহ্বান জানান। তবে, কিয়েভ এটিকে ফাঁদ হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে।

পুতিন তার আদেশে বলেন, পরম পবিত্র প্যাট্রিয়ার্ক কিরিলের আবেদন বিবেচনা করে, আমি রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রীকে ৬ জানুয়ারি থেকে ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি ব্যবস্থা চালুর নির্দেশ দিচ্ছি।

Comments