জেলেনস্কির ১০ দফা শান্তি প্রস্তাব

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে ১০ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি
ইন্দোনেশিয়ার বালিতে শুরু হওয়া জি২০ সম্মেলনে ভিডিও বক্তব্য দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ১৫ নভেম্বর ২০২২। ছবি: টুইটার থেকে নেওয়া

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে ১০ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার বালিতে শুরু হওয়া জি২০ সম্মেলনে ভিডিও বক্তব্যে প্রেসিডেন্ট জেলেনস্কি এ প্রস্তাব দেন।

তার প্রস্তাবে রয়েছে—পরমাণু নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, বন্দি বিনিময় ও জাতিসংঘের প্রস্তাবের বাস্তবায়ন।

এতে আরও রয়েছে—রুশ সেনা প্রত্যাহার, পরিবেশ রক্ষা, সংঘাত নিয়ন্ত্রণ, যুদ্ধাপরাধের বিচার ও যুদ্ধ বন্ধের ঘোষণা।

জি২০ সম্মেলনে বক্তব্যে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, 'আমাদের হাজার হাজার মানুষ রাশিয়ার হাতে বন্দি। তাদেরকে নির্যাতন করা হচ্ছে। সবাই জানি ১১ হাজার শিশুকে জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।'

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জি২০ সম্মেলন উদ্বোধনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও জি২০ সম্মেলনের সভাপতি জোকো উইদোদো বলেছেন—'পৃথিবীকে রক্ষা করতে সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। পৃথিবীটাকে বিভক্ত করতে দেওয়া উচিত হবে না।'

Comments