খারকিভে বেসামরিক গাড়িবহরে রুশ হামলায় ১০ শিশুসহ নিহত ২০

ঝাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালককে আটকের দাবি
সেসময় বহরটিতে ৭টি গাড়ি ছিল। ছবি: এসবিইউ

ইউক্রেনের খারকিভ অঞ্চলে বেসামরিক গাড়িবহরে রুশ হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা সংস্থা (এসবিইউ)।

এসবিইউয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার দিনের শেষে ওই গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় রুশ সেনাবাহিনী। সেসময় বহরটিতে ৭টি গাড়ি ছিল। নিহতদের মধ্যে ১০ জন শিশু।

এসবিইউ বলছে, সম্প্রতি মুক্ত শহর কুপিয়ানস্ক ও এখনো দখলকৃত স্যাটোভের মধ্যবর্তী তথাকথিত 'গ্রে-জোনে' এই হামলা হয়েছে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর দক্ষিণ ইউক্রেনের ঝাপোরিঝঝিয়া অঞ্চলে গাড়িবহরে ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত হয়েছিলেন।

ইহর মুরাশভ। ছবি: এনারহোয়াতম

এদিকে, ঝাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালক ইহর মুরাশভকে রুশ বাহিনী আটক করেছে বলে দাবি করেছে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান এনারহোয়াতম।

এনারহোয়াতমের বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার ঝাপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে কাছের শহর এনেরহোদারে যাওয়ার সময় গাড়ি থেকে তাকে আটক করা হয়।

এরপর তাকে চোখ বেঁধে একটি অজানা স্থানে নিয়ে যাওয়া হয় বলেও জানিয়েছে এনারহোয়াতম।

তবে দুটি ঘটনার বিষয়ে রুশ কর্তৃপক্ষের কোনো মন্তব্য পায়নি বিবিসি।

Comments

The Daily Star  | English

Thailand sees growing influx of patients from Bangladesh

Bangladeshi patients searching for better healthcare than that available at home are increasingly travelling to Thailand instead of India as the neighbouring country is limiting visa issuances for Bangladeshi nationals.

9h ago