ইরানে ইসরায়েলের হামলা, বাংকারে বসে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

ছবি: রয়টার্স

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা 'ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে'।

আজ শনিবার সকালে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরান ও এর আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

তেহরানের এক বাসিন্দা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নিউজ এজেন্সিকে জানিয়েছেন, ইরানের রাজধানীতে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আশেপাশের এলাকা কেঁপে উঠেছে।

ইরানের বার্তা সংস্থা তাসনিমও এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ওয়াশিংটন তার মিত্র ইসরায়েলের হামলা সম্পর্কে অবগত এবং এটি তাদের 'আত্মরক্ষার চেষ্টা'।

ইসরায়েল দাবি করেছে, গত কয়েক মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইরানি শাসকদের চলমান আক্রমণের প্রতিক্রিয়ায় ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী আক্রমণাত্মক ও রক্ষণাত্মকভাবে সতর্ক রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হামলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ছবি: সংগৃহীত

ইসরায়েল পত্রিকা হায়ম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরানে যখন হামলা চালানো হয়েছে, তখন তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি আন্ডারগ্রাউন্ড বাংকারে ছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

সেখান থেকে তারা এই হামলার বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

গত ১ অক্টোবর ইসরায়েলে ইরানের হামলার কয়েক সপ্তাহ পরে পাল্টা হামলা করলো ইসরায়েল। গাজা ও লেবাননে ইসরায়েলের অমানবিক হামলা এবং হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সে সময় বলেছিল, ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের 'গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনা'।

এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইরান 'বড় ভুল করেছে' এবং 'এর মাশুল দিতে হবে'।

ইরানও জানিয়েছিল, পাল্টা হামলা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Al Bakhera killings: Water transport workers call for indefinite strike

Bangladesh Water Transport Workers Federation rejects ‘sole killer’ claim, demands arrest of real culprits, safety of all workers

1h ago