হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঠেকাতে চান বাইডেন

ইসরায়েল-লেবানন সীমান্তে বারবার সংঘাত দেখা দেওয়ায় অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ছবি: এএফপি
ইসরায়েল-লেবানন সীমান্তে বারবার সংঘাত দেখা দেওয়ায় অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ছবি: এএফপি

ইসরায়েল হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ৷ হাইফা শহরের ওপর হামলার হুমকির প্রেক্ষাপটে উত্তেজনা কমানোর লক্ষ্যে বিশেষ মার্কিন দূত মধ্যপ্রাচ্য সফর করছেন ৷

দক্ষিণে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ চালানোর পাশাপাশি উত্তরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গেও পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল ৷

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন ৷ হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহর সাম্প্রতিকতম হুমকির প্রেক্ষাপটে ক্যাটজ হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে নতুন কৌশল অবলম্বনের সম্ভাবনার কথা উল্লেখ করেন ৷

ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ছবি: ডয়চে ভেলে
ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ছবি: ডয়চে ভেলে

পুরোদমে যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাবে এবং লেবাননের শোচনীয় পরাজয় ঘটবে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন ৷

মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তি উত্তেজনা এড়াতে জোরালো উদ্যোগ নিচ্ছে ৷

প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত অ্যামস হোখস্টাইন লেবানন সফর করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন৷ গত প্রায় আট মাস ধরে লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে হিজবুল্লাহ গোষ্ঠী গোলাগুলি চালানোর পর ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার উপর হামলার হুমকি দিচ্ছে৷ চীনা ও ভারতীয় প্রতিষ্ঠান সেই শহরের বন্দর পরিচালনা করে৷ গত সপ্তাহে লেবানন সীমান্তের অপর প্রান্ত থেকে বেশ কয়েকবার রকেট ও ড্রোন হামলা ঘটেছে৷ তার আগে ইসরায়েলের এক হামলায় হিজবুল্লাহর সবচেয়ে বড় কমান্ডারের মৃত্যু হয়েছিল৷ হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় অস্ত্রবিরতি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাবে৷

হিজবুল্লাহর রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি শহর। ছবি: ডয়চে ভেলে
হিজবুল্লাহর রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি শহর। ছবি: ডয়চে ভেলে

মার্কিন দূত অ্যামস হোখস্টাইন মঙ্গলবার বলেন, গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাইডেন মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতে বদ্ধপরিকর ৷ তিনি মঙ্গলবার লেবাননের সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন৷ হিজবুল্লাহর সহযোগী বলে পরিচিত সশস্ত্র আমাল বাহিনীর প্রধান ও সংসদের স্পিকার নাবি বারির সঙ্গেও আলোচনা করেন তিনি ৷ হোখস্টাইন হামাসের উদ্দেশ্যে গাজায় অস্ত্রবিরতির প্রস্তাব মেনে নেওয়ার ডাক দেন ৷ লেবাননের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তাকে বলেন, তার দেশ উত্তেজনা বাড়াতে চায় না ৷

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণে গাজার পাশাপাশি তারা উত্তরে লেবানন সীমান্তেও অভিযান চালাতে প্রস্তুত ৷ সরকারের পক্ষ থেকে সেই অভিযানের ছাড়পত্র ও প্রস্তুতিও সম্পূর্ণ হয়ে গেছে ৷ গাজায় মানবিক সাহায্য সরবরাহ সম্ভব করতে প্রতিদিন কিছু সময়ের জন্য বিরতির ঘোষণা করেছে ইসরায়েল ৷ কিন্তু হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে ৷ এমন পরিস্থিতিতে ইসরায়েলেও ক্ষোভ বাড়ছে ৷ মঙ্গলবার সন্ধ্যায় হাজারো মানুষ পার্লামেন্টের সামনে বিক্ষোভ দেখিয়েছেন ৷

লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েলী যুদ্ধবিমানের টহল। ছবি: ডয়চে ভেলে
লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েলী যুদ্ধবিমানের টহল। ছবি: ডয়চে ভেলে

তারা আগাম নির্বাচন ও জিম্মি মুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন ৷

রয়টার্স, এএফপি

Comments

The Daily Star  | English

Inflation 7% by next June: BB governor

Bangladesh Bank Governor Ahsan H Mansur yesterday said the interim government has set a target to reduce inflation to 7 percent by the end of next June and further below 5 percent in the next fiscal year..“We have reviewed many countries, including the US, the UK, European Union or Thailan

40m ago