তুরস্ক-সিরিয়ার ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত: জাতিসংঘ
তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে দুই দেশের ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে।
ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডারের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেমস বলেন, তুরস্কে দুটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে বসবাসকারী মোট শিশুর সংখ্যা ছিল ৪৬ লাখ।
এছাড়া, সিরিয়ার ২৫ লাখ শিশু এ ভূমিকম্পে বিপদাপন্ন অবস্থায় আছে বলেও জানান তিনি।
গত সপ্তাহে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে আজ মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৪৩।
এর মধ্যে তুরস্কে ৩১ হাজার ৬৪৩ জন ও সিরিয়ায় ৫ হাজার ৭০০ জনের বেশি মারা গেছে। মৃতদের মধ্যে 'কয়েক হাজার' শিশু আছে বলে জাতিসংঘ জানিয়েছে।
Comments