তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

‘১০০ বছরের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ ঘটনা’

‘ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশেপাশের এলাকায় যা ঘটেছে তা এই অঞ্চলে ১০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ঘটনা,’
সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। তুরস্কের হাতায়ে প্রদেশ থেকে ছবিটি তোলা। ছবি: রয়টার্স

দক্ষিণ তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ায় ভূমিকম্পকে '১০০ বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ঘটনা' বলে উল্লেখ করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস।

আজ শনিবার তুরস্কের কাহরামানমারাস প্রদেশে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রয়টার্স জানায়, কয়েকটি এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন মার্টিন গ্রিফিথস। ভূমিকম্পের পর তুরস্ক যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি 'অসাধারণ' বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, 'উদ্ধারকারী, স্বেচ্ছাসেবক ও কর্মীরা যেভাবে ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন, আমি তাদের এই সাহসের প্রশংসা করি।'

'ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশেপাশের এলাকায় যা ঘটেছে তা এই অঞ্চলে ১০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ঘটনা,' বলেন তিনি।

তুরস্ক ও সিরিয়া দুই দেশেই ৩ মাসের কর্মসূচি শুরুর কথা জানান তিনি।

গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে বিধ্বস্ত ১০টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বেশ কয়েকটি শহরে কয়েক হাজার মানুষ মারা গেছেন। কয়েক লাখ মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়েছেন।

Comments