ভাগনার বিদ্রোহের পর ‘নিখোঁজ’ রুশ জেনারেল সুরোভিকিনের ছবি প্রকাশ

সুপরিচিত রুশ সেলেব্রিটি সেনিয়া সোবচাক সোমবার টেলিগ্রামে সুরোভিকিনের এই ছবি প্রকাশ করে লেখেন, ‘জেনারেল সের্গেই সুরোভিকিন মুক্ত আছেন। তিনি মস্কোতে সুস্থ ও জীবিত অবস্থায় নিজের বাড়িতে, নিজ পরিবারের সঙ্গে আছেন। এই ছবিটি আজকেই তোলা হয়েছে।’ ছবি: রয়টার্স
সুপরিচিত রুশ সেলেব্রিটি সেনিয়া সোবচাক সোমবার টেলিগ্রামে সুরোভিকিনের এই ছবি প্রকাশ করে লেখেন, ‘জেনারেল সের্গেই সুরোভিকিন মুক্ত আছেন। তিনি মস্কোতে সুস্থ ও জীবিত অবস্থায় নিজের বাড়িতে, নিজ পরিবারের সঙ্গে আছেন। এই ছবিটি আজকেই তোলা হয়েছে।’ ছবি: রয়টার্স

রুশ জেনারেল সের্গেই সুরোভিকিনের একটি ছবি অনলাইনে প্রকাশ হয়েছে। ভাড়াটে সেনার দল ভাগনারের বিদ্রোহের পর থেকেই জনসম্মুখে আসেননি সুরোভিকিন এবং কার্যত 'নিখোঁজ' ছিলেন।

আজ মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

উড়োজাহাজ ভূপাতিত হয়ে গত মাসে নিহত ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের বন্ধু ও ঘনিষ্ঠ মিত্র হিসেবে তিনি পরিচিত। মৃত্যুর ঠিক ২ মাস আগে রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন প্রিগোশিন।  

বিদ্রোহের সময় সুরোভিকিনের একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে দেখা যায় তিনি প্রিগোশিনকে অনুনয় বিনয় করে আত্মসমর্পণের অনুরোধ জানান।

ভাগনার বিদ্রোহের পর জানানো হয়, এর সঙ্গে সংশ্লিষ্টতার জন্য জেনারেল সুরোভিকিনের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হচ্ছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুজব রটলেও এর সত্যতা জানা যায়নি। এরপর থেকে সুরোভিকিনকে আর জনসম্মুখে দেখা যায়নি।

তবে সুপরিচিত রুশ সেলেব্রিটি সেনিয়া সোবচাক সোমবার টেলিগ্রামে সুরোভিকিনের একটি ছবি প্রকাশ করে লেখেন, 'জেনারেল সের্গেই সুরোভিকিন মুক্ত আছেন। তিনি মস্কোতে সুস্থ ও জীবিত অবস্থায় নিজের বাড়িতে, নিজ পরিবারের সঙ্গে আছেন। এই ছবিটি আজকেই তোলা হয়েছে।'

বিবিসি এখনো এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি। তবে বিবিসির প্রতিবেদনে মন্তব্য করা হয়, ছবিতে একজন সানগ্লাস পরিহিত ব্যক্তিকে লাল চুলের এক মহিলার হাত ধরে হাটতে দেখা যাচ্ছে। ছবির মহিলা দেখতে সুরোভিকিনের স্ত্রীর মতোই।

রুশ সাংবাদিক আলেক্সেই ভেনেডিকটভ টেলিগ্রামে বলেন, 'জেনারেল সুরোভিকিন তার বাড়িতে পরিবারের সঙ্গে আছেন। তিনি ছুটিতে আছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যেকোনো দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।'

২০২২ এর অক্টোবর থেকে ২০২৩ এর জানুয়ারি পর্যন্ত সুরোভিকিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের সর্বাধিনায়কের ভূমিকা পালন করেন। তিনি ২০২২ এর নভেম্বরে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়ে সমালোচিত হন।

রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে জেনারেল সের্গেই সুরোভিকিন। ফাইল ছবি: রয়টার্স
রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে জেনারেল সের্গেই সুরোভিকিন। ফাইল ছবি: রয়টার্স

সুরোভিকিন সিরিয়ার গৃহযুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়ে 'জেনারেল আরমাগেডন' হিসেবে পরিচিত পান।

২০২২ এর অক্টোবরে ইউক্রেন যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পেলেও পরবর্তীতে ২০২৩ এর জানুয়ারিতে এই পদ জেনারেল গেরাসিমভকে দেওয়া হয়। সর্বশেষ বিমানবাহিনী প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। ২৩ আগস্ট তাকে এই পদ থেকেও বরখাস্ত করার ঘোষণা আসে। 

এক সামরিক ব্লগার বলেন, 'সুরোভিকিন যদি বরখাস্ত হয়ে থাকেন, তাহলে এতে নতুন কিছুই নেই, কারণ ২৪ জুন প্রিগোশিন বিদ্রোহ করার পরপরই রুশ কর্তৃপক্ষ তাকে ক্ষমতাচ্যুত করে।'

 

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

5h ago