ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৪, আহত ৩৮

ইস্তাম্বুলের ব্যস্ত ইস্তিকলাল সড়কে বিস্ফোরণের পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। ১৩ নভেম্বর, ২০২২। ছবি: রয়টার্স

তুরস্কের ইস্তাম্বুলের ইস্তিকলাল এভিনিউতে আজ রোববার একটি বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।

ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বলে ডেইলি সাবাহ'র প্রতিবেদনে বলা হয়েছে।

আলি ইয়ারলিকায়া বলেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ইস্তিকলাল অ্যাভিনিউয়ে যে বিস্ফোরণ হয়েছে, তাতে ৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৩৮ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এর আগে এক পোস্টে গভর্নর ইয়ারলিকায়া লিখেছিলেন, আজ ৪টা ২০ মিনিটের দিকে বেয়োগলু জেলার তাকসিম ইস্তিকলাল স্ট্রিটে একটি বিস্ফোরণ হয়েছে। পুলিশ, স্বাস্থ্যকর্মী, ফায়ার এবং (ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি) এএফএডি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক ও পুলিশ কাজ করছে। তবে, বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।

বিস্ফোরণের পর ওই এলাকা খালি করে দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago