আর্মেনিয়ার সঙ্গে সীমান্ত সংঘাত, বহু আজারবাইজানি সেনা হতাহত
প্রতিবেশী আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সীমান্ত সংঘাতে বহু আজারবাইজানি সেনা হতাহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।
এর জন্য আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মেনিয়াকে অভিযুক্ত করেছে। মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, সীমান্ত জেলা দাশকেসান, কেলবাজার ও লাচিনের কাছে আর্মেনিয়া 'বড় আকারে ধ্বংসাত্মক কার্যক্রম' চালায়।
সীমান্তে আজারবাইজানি সেনাদের ওপর আর্মেনিয়া 'ট্রেঞ্চ মর্টার' দিয়ে হামলা চালায় বলেও বার্তায় জানানো হয়েছে।
'হামলায় বেশ কয়েকজন আজারবাইজানি সেনা নিহত হয়েছেন' উল্লেখ করা হলেও হতাহতের সংখ্যা সুনির্দিষ্ট করে বলা হয়নি।
এ ঘটনার জন্য আজারবাইজানকে অভিযুক্ত করে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত ১২টা ৫ মিনিটের দিকে গোরিস, সোক ও জেরমুক শহরে আর্মেনিয়ার সেনাদের লক্ষ্য করে আজারবাইজানের সেনারা 'গুলি' ছুড়তে থাকে।
এ ছাড়াও, আজারবাইজানি সেনারা ড্রোনের পাশাপাশি 'কামানের গোলা ছোড়ে'।
আর্মেনিয়ার সেনারা সেই হামলার যথাযথ জবাব দিয়েছে বলেও বার্তায় জানানো হয়।
Comments