মিশরের ইসমাইলিয়ায় পুলিশ ভবনে আগুন, আহত অন্তত ২৫

মিশরের ইসমাইলিয়ায় পুলিশ ভবনে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিণশট
মিশরের ইসমাইলিয়ায় পুলিশ ভবনে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিণশট

মিশরের ইসমাইলিয়া শহরের পুলিশের সদর দপ্তরে এক ভয়াবহে অগ্নি দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার এএফপি এ তথ্য জানায়।

নিরাপত্তা বিভাগের সূত্ররা জানায়, সোমবারে এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ২৪ ঘণ্টাই এই ভবনে বাহিনীর সদস্যদের আসা-যাওয়া থাকে। এ কারণে আশেপাশের হাসপাতালগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় বহুতল ভবনের প্রায় পুরো অংশ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।

সূর্যোদয়ের আগে আগুনের সূত্রপাত হয়। তবে এর কারণ এখনো জানা যায়নি। 

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনাস্থলে ৩০টি অ্যাম্বুলেন্স ও ২টি সামরিক উড়োজাহাজ মোতায়েন করেছে।

মিশরে ভয়াবহ আগুনের ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে অগ্নি নিরাপত্তা বিধি খুব একটা মেনে চলা হয় না এবং দুর্ঘটনা-পরবর্তী সময়ে জরুরি সেবাদাতারাও ঘটনাস্থলে এসে পৌঁছাতে দেরি করে থাকে।

২০২২ এর আগস্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কায়রোর এক গির্জায় ৪১ পূণ্যার্থী নিহত হন।

২০২১ এর মার্চে এক পোশাক কারখানায় ২০ জন ও ২০২০ সালে হাসপাতালে আগুন লেগে ১৪ জন নিহত হন।

Comments

The Daily Star  | English

3 arrested over killing of DU JCD leader near Suhrawardy Udyan

Masud Alam, deputy commissioner of Ramna Division Police, said the arrestees are outsiders

1h ago