লিবিয়ার বন্যায় মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে: জাতিসংঘ

লিবিয়ার বন্যাকবলিত ডেরনা শহর। ছবি: এএফপি
লিবিয়ার বন্যাকবলিত ডেরনা শহর। ছবি: এএফপি

লিবিয়ার উপকূলীয় শহর ডেরনায় ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানার এক সপ্তাহ পর মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে। নিখোঁজ আছেন আরও ১০ হাজার ১০০ জন।

আজ রোববার রয়টার্স জাতিসংঘের মানবিক উদ্যোগ সমন্বয় কার্যালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। 

দেশের অন্যান্য এলাকায় বন্যা কবলিত হয়ে মারা গেছেন আরও ১৭০ জন। জাতিসংঘের এই প্রতিবেদনে আরও জানা আয়, প্রায় ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী অথমান আবদেলজলিল জানিয়েছেন, মৃতের সংখ্যা ৩ হাজার ২৫২। এটাই সর্বশেষ প্রকাশিত সরকারি হিসাব।

সরকারি ও বেসরকারি পরিসংখ্যানের এরকম আকাশ পাতাল তফাতে লিবিয়ার প্রশাসনিক দুর্বলতা ফুটে ওঠেছে। ২০১১ সালে ন্যাটোর পৃষ্ঠপোষকতায় তৎকালীন শাসক মুয়াম্মার  এল গাদ্দাফিকে উৎখাতের পর থেকেই দেশটি গৃহযুদ্ধে জর্জরিত হয়েছে। এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও দেশটিতে নেই কোনো স্থিতিশীল ও কেন্দ্রীয় শাসন ব্যবস্থা।

এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের প্রায় ১ সপ্তাহ পর উত্তর আফ্রিকার দেশটিতে অন্যান্য দেশ থেকে জরুরি সেবা ও ত্রাণ আসতে শুরু করেছে।

 

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

8h ago