কানাডায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৫, আহত ১০

পুলিশ জানিয়েছে, বাস ও ট্রাকচালক উভয়ই জীবিত আছেন। তবে দুর্ঘটনার জন্য দায়ী কে, তা জানায়নি পুলিশ। ছবি: রয়টার্স
পুলিশ জানিয়েছে, বাস ও ট্রাকচালক উভয়ই জীবিত আছেন। তবে দুর্ঘটনার জন্য দায়ী কে, তা জানায়নি পুলিশ। ছবি: রয়টার্স

কানাডার ম্যানিটোবা প্রদেশে একটি সেমি-ট্রেইলার ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ছোট যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবারের ওই দুর্ঘটনাটি সাম্প্রতিক সময়ে কানাডার অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার দূরে, ম্যানিটোবার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কারবেরি শহরের কাছে ২টি বড় সড়কের সংযোগস্থলে এই দুর্ঘটনাটি ঘটে। ওই বাসটিতে থাকা বেশিরভাগ যাত্রী ছিলেন বয়স্ক। তারা কারবেরির একটি ক্যাসিনোর উদ্দেশ্যে যাত্রা করছিলেন। ক্যাসিনোর মুখপাত্রের বরাত দিয়ে সিবিসি নিউজ এ কথা জানিয়েছে। 

ম্যানিটোবা রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত প্রধান রব হিল বলেন, বাসে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। 

আহত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, বাস ও ট্রাকচালক উভয়ই জীবিত আছেন। তবে দুর্ঘটনার জন্য দায়ী কে, তা জানায়নি পুলিশ।

উইনিপেগ ফ্রি প্রেস জানিয়েছে, দুর্ঘটনাস্থলে কাপড় দিয়ে ঢেকে রাখা মরদেহের পাশে হুইল চেয়ার ও ভেঙে চুরমার হয়ে যাওয়া ওয়াকার দেখা গেছে।

এই টুইট বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, 'যারা আজ প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের নিয়ে আমি চিন্তিত। যারা এই দুর্ঘটনার শিকার, তারা কতটুকু বেদনা অনুভব করছেন তা আমি কল্পনা করতে পারছি না।'

ম্যানিটোবা প্রদেশের প্রধানমন্ত্রী হিদার স্তেফানসন এক টুইট বার্তায় লিখেছেন, 'কারবেরির কাছে মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে আমার হৃদয় ভারাক্রান্ত হয়েছে।'

১৯৯৭ সালে কানাডার ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুইবেক প্রদেশের একটি বাস গিরিখাতে পড়ে গেলে ৪৪ যাত্রী নিহত হন।

 

Comments

The Daily Star  | English

Admin getting even heavier at the top

After the interim government took over, the number of officials in the upper echelon of the civil administration has become over three times the posts.

7h ago