আল জাজিরার প্রতিবেদন

ইসরায়েলে রকেট-বিস্ফোরক রপ্তানি করছে ভারত

নুসেইরাত আশ্রয়শিবিরের হামলায় ভারতে নির্মিত রকেট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ এসেছে। ছবি: রয়টার্স
নুসেইরাত আশ্রয়শিবিরের হামলায় ভারতে নির্মিত রকেট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ এসেছে। ছবি: রয়টার্স

প্রায় আট মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলের গণহত্যামূলক নির্বিচার হামলা। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূলের এই অভিযানের মাঝে ভারতের কাছ থেকে রকেট ও বিস্ফোরক পেয়েছে ইসরায়েল।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

রহস্যময় জাহাজ

গত ১৫ মে ভোরে স্পেনের কার্তাহেনা বন্দরের উপকূলে মালবাহী জাহাজ বোরকাম এসে পৌঁছায়। বন্দর থেকে অল্প দূরে সমুদ্রে অবস্থানরত এই জাহাজের বিরুদ্ধে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে বিক্ষোভ প্রকাশ করে স্পেনের জনগণ। তাদের দাবি, এই জাহাজে করে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। তারা কর্তৃপক্ষের কাছে এই 'সন্দেহজনক' জাহাজ পরিদর্শন করার আহ্বান জানায়।

তবে স্পেন সরকার কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার আগেই স্পেনের বন্দরে থামার পরিকল্পনা বাতিল করে স্লোভেনিয়ার বন্দর কোপারের উদ্দেশে রওনা হয়ে যায় বোরকাম নামের জাহাজটি। এতে বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়।

আল জাজিরার হাতে কিছু নথি এসেছে, যা থেকে জানা গেছে এই জাহাজটিতে ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক উপকরণ বোঝাই করা ছিল এবং এর শেষ গন্তব্য ছিল ইসরায়েলি বন্দর আশদোদ, যা গাজা উপত্যকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে।

মালবাহী জাহাজ বোরকুম। ছবি: সংগৃহীত
মালবাহী জাহাজ বোরকুম। ছবি: সংগৃহীত

মেরিন ট্র্যাকিং সাইটের তথ্য থেকে জানা গেছে, জাহাজটি ২ এপ্রিল চেন্নাই থেকে ছেড়ে আফ্রিকার পাশ দিয়ে ঘুরে গেছে। লোহিত সাগরে হুতিদের সম্ভাব্য হামলা এড়াতে এই বিকল্প পথে যায় জাহাজটি।

এসব নথি অনানুষ্ঠানিকভাবে সংগ্রহ করেছে সলিডারিটি নেটওয়ার্ক এগেইন্সট দ্য প্যালেস্টিনিয়ান অকুপেশান (রেসকপ)। নথি থেকে জানা গেছে, বোরকাম জাহাজে ২০ টন রকেট ইঞ্জিন, সাড়ে ১২ টন বিস্ফোরক-যুক্ত রকেট, দেড় হাজার কেজি বিস্ফোরক এবং ৭৪০ কেজি চার্জ ও কামানের প্রপেলান্ট বোঝাই করা হয়েছিল।

গোপনীয়তা সংক্রান্ত একটি অনুচ্ছেদে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব কর্মী, উপদেষ্টা বা অন্যান্য ব্যক্তিরা যেন 'কোনো পরিস্থিতিতে' আইএমআই সিস্টেমস অথবা ইসরায়েলের নাম উল্লেখ না করে। ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ২০১৮ সালে প্রতিরক্ষা প্রতিষ্ঠান আইএমআই সিস্টেমসকে কিনে নেয়।

জাহাজটির বাণিজ্যিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে জার্মান প্রতিষ্ঠান এমএলবি ম্যানফ্রেড লতারজুং বেফ্রাখতুং। প্রতিষ্ঠানটি আল জাজিরাকে এক বিবৃতিতে জানিয়েছে, 'জাহাজে এমন কোনো অস্ত্র বা মাল বোঝাই করা হয়নি যেটার গন্তব্য ইসরায়েল।'

ভারত ছেড়ে আসা দ্বিতীয় একটি জাহাজ ২১ মে কার্তাহেনা বন্দরে এসে পৌঁছালেও নোঙর করার অনুমতি পায়নি। স্পেনের পত্রিকা এল পাইস জানায়, মারিয়েন দানিকা নামের জাহাজটি চেন্নাই ছেড়ে এসেছিল এবং এটি ২৭ টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলি বন্দর হাইফার উদ্দেশে যাত্রা করছিল।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন, ইসরায়েলের জন্য সামরিক পণ্য বহনকারী জাহাজটিকে স্পেনের বন্দরে ভিড়ার অনুমত দেওয়া হয়নি।

এসব ঘটনা থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, ভারত ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে, যা দেশটির 'সামরিক উদ্যোগ নয়, সংলাপের মাধ্যমে সমাধানের' পররাষ্ট্রনীতির পরিপন্থী। 

বিশ্লেষকদের মতে, ভারতে আমদানি-রপ্তানি বিষয়ে স্বচ্ছতার অভাবের কারণে এ ধরনের লেনদেন সম্ভব হয়ে থাকতে পারে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) গবেষক জেইন হুসেন আল জাজিরাকে বলেন, 'যাচাই করার মতো তথ্যের অভাবে এ ধরনের লেনদেন আদৌ ঘটেছে কী না, তা নিশ্চিত করে বলা খুবই কঠিন।'

'তবে বেশ কয়েক বছর ধরে ইসরায়েল ও ভারতের সম্পর্কের উন্নয়ন ঘটছে, তাই ভারতীয় অস্ত্র বা উপকরণ ইসরায়েলের হাতে এসে পৌঁছানোর এবং তা গাজায় ব্যবহার অসম্ভব কিছু নয়।'

মেইড ইন ইন্ডিয়া

৬ জুন নুসেইরাত আশ্রয়শিবিরে ইসরায়েলি বোমাহামলার পর ফিলিস্তিনি কুদস নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে। সেখানে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখানো হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে পরিষ্কারভাবে একটি লেবেল দেখা যায়, যেখানে লেখা ছিল, 'মেইড ইন ইন্ডিয়া (ভারতে নির্মিত)।'

প্রিমিয়ার এক্সপ্লোসিভস এর ওয়েবসাইট। ছবি: স্ক্রিণশট
প্রিমিয়ার এক্সপ্লোসিভস এর ওয়েবসাইট। ছবি: স্ক্রিণশট

জেইন হুসেন জানান, এই ভিডিওটি আরও ভালো করে যাচাই করা প্রয়োজন। তবে তিনি জানান, এ বিষয়টি সর্বজনবিদিত যে ইসরায়েল-ভারত ক্ষেপণাস্ত্র উৎপাদনে একে অপরকে সহযোগিতা করছে।

সিপরি আরও জানিয়েছে, ভারতীয় প্রতিষ্ঠান 'প্রিমিয়ার এক্সপ্লোসিভস লিমিটেড' সলিড প্রপেলান্ট নির্মাণ করে। এটি রকেট মোটরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এমআরস্যাম ও এলআরস্যাম ক্ষেপণাস্ত্র নির্মাণে এর চাহিদা রয়েছে।

ইসরায়েলি নকশায় নির্মিত মধ্যম ও দূরপাল্লার বারাক সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র নির্মাণে এই যন্ত্রাংশ প্রয়োজন হয়।

ভারতীয় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক টি. চৌধুরী ৩১ মার্চ একটি কনফারেন্স কলে ইসরায়েলের কাছে গাজায় যুদ্ধ চলাকালীন সময় পণ্য রপ্তানির বিষয়টি স্বীকার করেন।

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, 'আমরা ইসরায়েলি রপ্তানি অর্ডারের বকেয়া রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে এবং এ কারণে এই প্রান্তিকে আমাদের রাজস্ব অনেক বেড়েছে।'

এই বৈঠকের আনুষ্ঠানিক মিটিং মিনিটসে তার এই বক্তব্যের উল্লেখ আছে।

'আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রতিষ্ঠানের ইতিহাসে এক প্রান্তিকে এটাই সর্বোচ্চ রাজস্ব', যোগ করেন চৌধুরী।

ঐ বৈঠকে চৌধুরী দাবি করেন, প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড হচ্ছে 'একমাত্র ভারতীয় প্রতিষ্ঠান যারা পুরোপুরি অ্যাসেম্বল করা রকেট মোটর রপ্তানি করছে।' তিনি আরও জানান, তার প্রতিষ্ঠান মাইন-গোলাবারুদ উৎপাদন শুরু করেছে এবং ইতোমধ্যে আরডিএক্স ও এইচএমএক্স বিস্ফোরক রপ্তানি শুরু করেছে।

২০২৪ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উল্লেখ করে, তারা ইসরায়েলের 'প্রতিরক্ষা ও মহাকাশ' খাতের রপ্তানিকারক। সিপরির মতে, বারাক ক্ষেপণাস্ত্রের প্রোপেলান্ট রপ্তানির কারণেই তাদের এই ঘোষণা।

এ বিষয়ে প্রিমিয়ার এক্সপ্লোসিভের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পায়নি আল জাজিরা।

ভারতের ড্রোন

ইসরায়েলের সঙ্গে শুধু রকেট প্রোপেলান্ট নয়, ড্রোন নিয়েও লেনদেন রয়েছে ভারতের।

২০১৮ সালের ডিসেম্বরে গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ও ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে হায়দ্রাবাদে ড্রোন উৎপাদন কারখানার উদ্বোধন হয়।   

উদ্বোধনের সময় দুই প্রতিষ্ঠানের যৌথ বিবৃতিতে বলা হয়, এই প্রথম ইসরায়েলের বাইরের কোনো অবস্থানে হারমেস ৯০০ মডেলের ড্রোন উৎপাদন করা হবে, যেটি ৩০ হাজার ফুট উচ্চতায় একবারে ৩৬ ঘণ্টা চলতে সক্ষম।

এ বছরের শুরুতে ভারত তাদের প্রথম নিজস্ব 'দৃষ্টি ১০ স্টারলাইনার' ড্রোনের ঘোষণা দেয়, যেটি হারমেস ড্রোনের নকশায় নির্মিত।

সিপরি জানিয়েছে, এ মুহূর্তে হায়দ্রাবাদের কারখানায় ইসরায়েলি রপ্তানির জন্য ড্রোন উৎপাদন করা হচ্ছে। তবে ভারত এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।

গাজার যুদ্ধে ইসরায়েল অসংখ্য ড্রোন ব্যবহার করেছে।

২০১৭ সালে ইসরায়েল সফরে যান মোদি। দুই নেতা ভূমধ্যসাগরে বেড়াতে যান। ছবি: নেতানিয়াহুর এক্স প্রোফাইল
২০১৭ সালে ইসরায়েল সফরে যান মোদি। দুই নেতা ভূমধ্যসাগরে বেড়াতে যান। ছবি: নেতানিয়াহুর এক্স প্রোফাইল

এলবিটের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা জোসেফ গ্যাসপার জানান, তার প্রতিষ্ঠান ইসরায়েলি সামরিক বাহিনীর চাহিদা মেটাতে সপ্তাহে সাত দিন ও দিনে ২৪ ঘণ্টা কাজ করতে বাধ্য হচ্ছে।  

'গাজার আকাশে ইসরায়েলি হারমেস ড্রোন দেখার মানেই এটা নয় যে সেটা ভারত থেকে এসেছে, কারণ ইসরায়েল নিজেও এ ধরনের ড্রোন উৎপাদন করে', যোগ করেন জেইন হোসেন।

তবে তিনি মত প্রকাশ করেন, ভারত খুব সম্ভবত চুক্তি মতে ইসরায়েলের কাছে ড্রোন রপ্তানি শুরু করেছে।

এলবিট সিস্টেমসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে আল আজিরা।

আদানি গ্রুপ জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে ড্রোনের ছোট চালান পাঠালেও এগুলোতে কোনো মারণাস্ত্র সংযুক্ত করা নেই।

প্রতিষ্ঠানটি জানায়, 'আমরা আবারও জানাচ্ছি, এসব ড্রোন নজরদারির কাজের জন্য। এগুলো কোনো হামলায় ব্যবহার করা সম্ভব নয়। ৭ অক্টোবরের পর আমরা ইসরায়েলের কাছে কোনো ড্রোন রপ্তানি করিনি।'

ভারতের কূটনীতিক ভারসাম্য

দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে একটি ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখেছে ভারত। নয়াদিল্লি এমন কী নিজেদেরকে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীর ভূমিকাতেও দেখতে চেয়েছে। বারবার দেশটি গাজায় শান্তি ফিরিয়ে আনার ও যুদ্ধবিরতি চালুর আহ্বান জানিয়েছে। সঙ্গে হামাসকেও তারা আহ্বান জানিয়েছে জিম্মিদের মুক্তি দিতে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ও জাতিসংঘে নিযুক্ত কর্মকর্তারা বারবার যুক্তি দিয়েছেন, আলোচনা ও দর কষাকষির মাধ্যমে এই সংঘাতের অবসান হওয়া উচিত—অস্ত্র ও যুদ্ধের মাধ্যমে নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও একই অবস্থান ভারতের।   

বিশ্লেষক ও ভূরাজনীতি বিষয়ক লেখক নিকোলাস ব্ল্যারেল আল জাজিরাকে বলেন, 'কিন্তু ভারতের এই দৃষ্টিভঙ্গির সঙ্গে ইসরায়েল অস্ত্র রপ্তানি ও সরবরাহের বিষয়টি খাপ খায় না।'

এসব বিষয়ে ভারতের অভিমত জানতে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে আল জাজিরা। তবে এখনো তারা কোনো সাড়া পায়নি।

ভারত ১৯৫০ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও দুই দেশের কূটনীতিক সম্পর্ক তৈরি হয় ১৯৯২ সালে।

২০১৮ সালে ভারত সফর করেন নেতানিয়াহু। এটা ছিল ১৫ বছর পর ভারতে কোনো ইসরায়েলি নেতার প্রথম সফর। ছবি: রয়টার্স
২০১৮ সালে ভারত সফর করেন নেতানিয়াহু। এটা ছিল ১৫ বছর পর ভারতে কোনো ইসরায়েলি নেতার প্রথম সফর। ছবি: রয়টার্স

১৯৭৪ সালে পিএলও কে ফিলিস্তিনিদের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকার করে নেয় ভারত। ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় নয়াদিল্লি।

পিএলও নেতা ইয়াসের আরাফাত ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে 'বোন' বলে অভিহিত করেন।

১৯৯৯ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর দুই দেশের কাছে বিশ্বের বেশিরভাগ দেশ অস্ত্র বিক্রি করতে অস্বীকার করলেও ইসরায়েলের এ বিষয়ে কোনো আপত্তি ছিল না।

এরপর থেকেই ভারতের সঙ্গে প্রযুক্তি বিনিময় করছে ইসরায়েল।  

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ভারতের প্রথাগত ফিলিস্তিনপন্থী নীতি থেকে সরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উন্নয়নে নজর দেন।

২০১৭ সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তেল আবিব সফর করেন তিনি। এই সফর থেকে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের গোড়াপত্তন হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'বন্ধু' বলে সম্বোধন করেন মোদি।

এখনও ইসরায়েলের সঙ্গে ভারতের এই বন্ধুত্ব অটুট রয়েছে। হামাসের হামলার পর ইসরায়েলি পাল্টা হামলা শুরু হলে ২৬ অক্টোবর জাতিসংঘের সাধারণ অধিবেশনে 'অবিলম্বে, দীর্ঘমেয়াদী ও টেকসই মানবিক যুদ্ধবিরতির' প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারত।  

Comments

The Daily Star  | English

Teknaf customs in limbo as 19 mt of rice, authorised by AA, reaches port

The consignment of rice weighing 19 metric tonnes arrived at Teknaf land port on Tuesday evening with the documents sealed and signed by the Arakan Army

1h ago