ফিলিস্তিনিদের ভূমি থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া যাবে না: শান্তি সম্মেলনে আব্বাস

মিসরের রাজধানী কায়রোতে শান্তি সম্মেলনে বক্তব্য রাখেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি: এএফপি

ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে মিসরের রাজধানী কায়রোয় শুরু হয়েছে শান্তি সম্মেলন। ইতোমধ্যে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকজন নেতা সম্মেলনে যোগ দিয়েছেন।

বিবিসি জানায়, কিছুক্ষণ আগে শান্তি সম্মেলনে সূচনা বক্তব্য রেখেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, 'ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া যাবে না।'

মাহমুদ আব্বাস আরও বলেন, 'আমরা কখনই স্থানান্তর মেনে নেব না, যত চ্যালেঞ্জই হোক না কেন আমরা আমাদের ভূমিতেই থাকব।'

বিবিসি বলছে, মাহমুদ আব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান, অধিকৃত পশ্চিম তীর যাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে হামাস।

এর আগে মিশর ও অন্যান্য আরব দেশগুলো জানায় যে, যুদ্ধের মুখে ফিলিস্তিনি শরণার্থীদের তারা গ্রহণ করতে পারবে না, কেননা এর ফলে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বিতাড়নের সমান হবে।

কায়রোতে শুরু হওয়া শান্তি সম্মেলন জর্ডান, কাতার, ইতালি, স্পেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের কর্মকর্তারাও রয়েছেন। তবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের কোনো প্রতিনিধি সেখানে নেই।

Comments

The Daily Star  | English

Admin getting even heavier at the top

After the interim government took over, the number of officials in the upper echelon of the civil administration has become over three times the posts.

7h ago