পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্য গ্রহণযোগ্য নয়, জিম্মিদের মুক্তির বিষয়ে কাজ করছে রাশিয়া

Dmitry Peskov-1.jpg
ক্রেমলিনের মুখপাত্র ও রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে রাশিয়ার তুলনা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'অত্যাচারী' উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্য 'অগ্রহণযোগ্য' বলে জানিয়েছে ক্রেমলিন।

আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল ওভাল অফিস থেকে এক ভাষণে বাইডেন বলেন, 'রাশিয়া ও হামাসের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল এবং ইউক্রেনের পেছনে দাঁড়াতে হবে। আমরা হামাসের মতো সন্ত্রাসী ও পুতিনের মতো অত্যাচারীদের জয়ী হতে দিতে পারি না এবং দেব না।'

এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'আমরা রাশান ফেডারেশন এবং আমাদের প্রেসিডেন্ট সম্পর্কে এমন মন্তব্য গ্রহণ করি না।'

'আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য একেবারেই অনুপযুক্ত এবং এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়', বলেন তিনি।

এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তির ব্যাপারে সংগঠনটির সঙ্গে রাশিয়া যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরভ।

তিনি বলেন, 'অবশ্যই, হামাসের প্রতিনিধিদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং আমাদের প্রথম লক্ষ্য হলো- জিম্মিরা যেখানে আছেন, সেখান থেকে তাদের উদ্ধার করা।'

ইসরায়েল বলছে, হামাসের হাতে জিম্মি ২০০ জনকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় সর্বাত্মক অবরোধ তুলে নেওয়া হবে না।

 

Comments

The Daily Star  | English

Corruption a significant obstacle to doing business in Bangladesh: CPD 

Around 17% of businesses identified corruption as biggest challenge, according to a CPD survey 

1h ago