আজকের দিনটি বোনদের জন্য

প্রতি বছর আগস্টের প্রথম রোববার যুক্তরাষ্ট্রে বোন দিবস উদযাপন করা হয়
দিবস, বিচিত্র দিবস, বিচিত্র, বোন দিবস,
ছবি: অর্কিড চাকমা/স্টার

বাবার শাসন কিংবা মায়ের বকুনি থেকে যে মানুষটি আমাদের সবসময় আগলে রাখেন তিনি হলেন বোন। যাকে আমরা আদর করে বুবু, দিদি কিংবা আপু বলে ডাকি। এ ডাকের মধ্যে মিশে থাকে ভালোবাসা ও আবেগ।

আজ প্রিয় বোনকে শুভেচ্ছা, শ্রদ্ধা কিংবা ভালোবাসা জানাতে পারেন। কারণ আজ বোন দিবস। প্রতি বছর আগস্টের প্রথম রোববার যুক্তরাষ্ট্রে বোন দিবস উদযাপন করা হয়। সেই হিসাবে এ বছর আজ বোন দিবস।

বোনের সঙ্গে আমাদের যে বন্ধন তার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। সেই ছোট্ট থেকে তার সঙ্গে হৃদ্যতা গড়ে ওঠে। তার ভালোবাসায় আমরা বেড়ে উঠি। কোনো বিপদের আঁচ তিনি আমাদের গায়ে লাগতে দেন না। এমনকি বাবা-মায়ের কড়া শাসন থেকে আগলে রাখেন।

বোন কখনো বন্ধু, কখনো পরামর্শক আবার কখনো শিক্ষক হয়ে ওঠেন। আবার তার সঙ্গে তুমুল ঝগড়াও হয়, কিন্তু সেই ঝগড়ার মাঝে থাকে ভালোবাসার খুনসুটি। এই ঝগড়ার স্থায়িত্ব খুব বেশি হয় না। এভাবেই বোনের সঙ্গে আমাদের স্মৃতিগুলো অম্লমধুর হয়ে থাকে।

তবে, দিবসটির ইতিহাস নিয়ে কোনো তথ্য জানা যায়নি।

Comments