আজ মোটরসাইকেলে ঘোরার দিন

মোটরসাইকেল, দিবস, বিচিত্র দিবস,
ফাইল ফটো

দুই চাকার যান মোটরসাইকেল। যাতায়াতের মাধ্যম হিসেবে খুবই জনপ্রিয় একটি মাধ্যম। কেউ কেউ আবার শখ করেও ব্যবহার করেন। যে যেভাবেই ব্যবহার করি না কেন, মোটরসাইকেল কমবেশি সবার প্রিয়। 

আপনি কি জানেন, আজ ২১ জুন বিশ্ব মোটরসাইকেল দিবস? আপনার যদি মোটরসাইকেল থাকে তাহলে আজ কোথাও ঘুরে আসতে পারেন। তবে, সাবধান গতি যেন নিয়ন্ত্রণে থাকে। কারণ, ইদানীং মোটরসাইকেল দুর্ঘটনা খুব বেড়েছে। তাই নিজের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে।

সেই ১৮৬০ সালে প্যারিসে প্রথম মোটরসাইকেল তৈরি করেছিলেন পিয়েরে মিচাক্স। প্রথম মোটরসাইকেলটি ছিল বাষ্পচালিত। পরবর্তী কয়েক দশকে মোটামুটি মোটরসাইকেল নিয়ে অনেক গবেষণা হয়। ফলে, বিভিন্ন ধরনের মোটরসাইকেল তখনই তৈরি হয়েছিল। ১৮৮৫ সালে জ্বালানিচালিত মোটরসাইকেল তৈরি হয়। তারপর থেকে এখন পর্যন্ত মোটরসাইকেল বাহন হিসেবে দাপট ধরে রেখেছে। এখনতো মোটরসাইকেল তরুণদের কাছে ফ্যাশনের অংশ হয়ে উঠেছে। এখনকার মোটরসাইকেলগুলোও বেশ ফ্যাশনেবল।

বিশ্ব মোটরসাইকেল দিবস উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো রাস্তায় বের হওয়া, তারপর স্বাধীনভাবে মোটরসাইকেল চালানো। মাথায় অবশ্যই হেলমেট পরে নিবেন। আর পকেটে রাখবেন ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের নিবন্ধন সনদসহ যাবতীয় কাগজ।

Comments

The Daily Star  | English

ACC to investigate irregularities in 11th National Election

A five-member team has been formed to investigate these allegations

40m ago