আজ ‘আনলাকি দিবস’
প্রতিবছরের ৩১ ডিসেম্বর 'আনলাকি দিবস' পালন করা হয়। তবে, ভয়ের কিছু নেই। কারণ, দিনটির নাম 'আনলাকি দিবস' হলেও মোটেও আনলাকি নয়। বরং বিদায়ী বছরের হতাশার কথা ভুলে নতুন বছরে নতুনভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করার দিন।
'আনলাকি দিবস' পালনের অন্যতম একটি উদ্দেশ্য হলো, ইতিবাচক মানসিকতা নিয়ে নতুন বছর শুরুর প্রচেষ্টা। যেহেতু এটি বছরের শেষ দিন তাই সারা বছর ঘটে যাওয়া খারাপ ঘটনাকে ভুলে গিয়ে নতুন স্বপ্ন দেখার দিন, ভারমুক্ত হওয়ার দিন। 'আনলাকি দিবস' আমাদের মনে করিয়ে দেয় আরেকটি বছর শেষ হতে চলেছে। সুতরাং 'আনলাকি দিবস' খারাপ কিছু নয়, বরং পরবর্তী বছর শুরুর একটি ধাপ।
যদিও কবে থেকে বা কীভাবে 'আনলাকি' দিবস পালন শুরু হয় তা জানা যায়নি। কিন্তু, 'ভাগ্য' বা 'লাক' ধারণাটি দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের সঙ্গে জড়িত। এটি বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্নভাবে বিকশিত হয়েছে। যেমন- চীনা সংস্কৃতিতে ৪ সংখ্যাটিকে আনলাকি মনে করা হয়। এর কারণ হতে পারে, মৃত্যুর ইংরেজি 'Dead' শব্দটিতে চারটি অক্ষর। পাশ্চাত্য সংস্কৃতিতে বাড়ির মধ্যে ছাতা খোলাকে আনলাকি মনে করা হয়। কারণ, তারা মনে করেন এর মানে হলো সূর্য দেবতাকে অপমান করা। এছাড়া অনেকে কালো বিড়ালকে বিড়ালকে দুর্ভাগ্যের প্রতীক মনে করেন। কারণ তারা বিশ্বাস করেন ডাইনিরা কালো বিড়ালে রূপান্তরিত হয়। আবার অনেকে ভাঙা আয়নাকে আনলাকি মনে করেন।
ইংরেজিতে 'Luck লাক' শব্দটি সম্ভবত 'Luc' বা 'gheluc' শব্দ থেকে এসেছে। ডাচ ভাষায় যার অর্থ সৌভাগ্য। যা সম্ভবত জুয়া বা ভাগ্য সম্পর্কিত কোনো খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল।
অনেকের কাছে 'আনলাকি দিবসটি' নেতিবাচক মনে হতে পারে, কিন্তু এটিকে খারাপ কিছু মনে করা ঠিক নয়। বরং বিদায়ী বছরের হতাশাকে ভুলে নতুন বছরটি ভালোভাবে শুরুর প্রত্যাশা নিয়ে দিনটি উদযাপন করুন।
ডে'জ অব দ্য ইয়ার অবলম্বনে
Comments