‘ব্যাংকিং খাতের উন্নয়নে খেলাপি ঋণ আদায়ের বিকল্প নেই’

ছবি: সংগৃহীত

রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেছেন, ব্যাংকিং খাতের উন্নয়নে খেলাপি ঋণ আদায়ের বিকল্প নেই। খেলাপি ঋণ আদায়ে শাখা ব্যবস্থাপকদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রামস্থ রূপালী ব্যাংক পিএলসির বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত 'ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৪' এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ব্যাংকিং সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ উদ্দেশ্যে রূপালী ব্যাংক পিএলসির আধুনিক ব্যাংকিং সুবিধা যেমন: রূপালী ই ব্যাংক, অ্যাপস, ফ্রি অনলাইন ব্যাংকিং সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন।

মহাব্যবস্থাপক এস এম দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাল অফিস চট্টগ্রামের (পূর্ব) উপমহাব্যবস্থাপক এরশাদ হোসেন চৌধুরী, জোনাল অফিস পশ্চিমের উপমহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম এবং কক্সবাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. সেলিম।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

45m ago