চট্টগ্রাম চেম্বারের পদ ছাড়লেন আরও ১০ পরিচালক
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের পদ ছাড়লেন আরও ১০ জন।
রোববার চেম্বার কার্যালয়ে গিয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। সংগঠনটির সচিব প্রকৌশলী মো. ফারুক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তাদের মধ্যে আছেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলমের মেয়ে রাইসা মাহবুবও। সোমবারের মধ্যে বাকিরা পদত্যাগ করলে লতিফপুত্রও 'আসন' ছাড়বেন বলে জানা গেছে।
পদত্যাগ করা বাকি নয় পরিচালক হলেন—অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মাহফুজুল হক শাহ, আলমগীর পারভেজ, ইফতেখার হোসেন, আবু সুফিয়ান চৌধুরী, মো. আখতার পারভেজ, রেজাউল করিম আজাদ, মো. মনির উদ্দিন, মো. আদনানুল ইসলাম। এর আগে সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন এবং পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর পদত্যাগ করেছেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সচিব প্রকৌশলী মো. ফারুক বলেন, 'চেম্বার প্রেসিডেন্ট কালকের (সোমবার) মধ্যে সবাইকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। যারা দেশের বাইরে আছেন, তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। তারাও আগামীকালের মধ্যে প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র জমা দিবেন। সবার পদত্যাগ নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট পদত্যাগপত্র জমা দেবেন। যেহেতু তিনি সবার পদত্যাগপত্র গ্রহণ করছেন, তাই তিনি চাইলেও এখন পদত্যাগ করতে পারছেন না।'
জানা গেছে, চট্টগ্রাম চেম্বারের দুই পরিচালক বর্তমানে ব্যবসায়িক কাজে দেশের বাইরে রয়েছেন।
এর আগে গত ২৮ আগস্ট চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার রুহুল আমিন এবং পরিচালক জহিরুল ইসলাম আলমগীর পদত্যাগ করেন।
Comments