চট্টগ্রাম চেম্বারের পরিচালনা পর্ষদ থেকে তরফদার রুহুল আমিনের পদত্যাগ
ব্যবসায়ী সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চেম্বারের সচিব প্রকৌশলী মো. ফারুক।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের ৬ আগস্ট চেম্বারের পরিচালক হিসেবে তাকে নির্বাচিত করা হয়। ৮ আগস্ট তাকে জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে এখন অবদি চট্টগ্রামের ব্যবসায়িক সমস্যাগুলো নিষ্পত্তি ও তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশাগুলো পূরণের ইচ্ছে থাকা সত্ত্বেও তা পূরণে ব্যর্থ হন। এ ছাড়া সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ব্যবসায়ীদের জন্য চট্টগ্রাম চেম্বার থেকে কোনো অবদান রাখতে পারেনি।
তরফদার মো. রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, চট্টগ্রামের সাধারণ ব্যবসায়ীদের জন্য কোনো কাজ করছে না চেম্বার। দেশের দুর্যোগেও কোনো উদ্যোগ নেয়নি। তাই আমি চেম্বারের পদ থেকে পদত্যাগ করলাম।
চেম্বারের সিনিয়র সহ-সভাপতির পদত্যাগ প্রসঙ্গে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ ডেইলি স্টারকে বলেন, তরফদার মো. রুহুল আমিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি পদত্যাগপত্রে যেসব অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। বর্তমান পরিচালনা পরিষদ দায়িত্ব নেওয়ার পর চেম্বারে সাতটি মিটিং হয়েছে। এসব মিটিংয়ের ছয়টিতে তিনি অনুপস্থিত ছিলেন। তিনি নিজেই চেম্বারের কোনো কাজে থাকেন না।
Comments