মীরসরাই শিল্প এলাকায় গ্যাসের চাপ বাড়াতে বসানো হচ্ছে ২০ ইঞ্চি পাইপলাইন
চট্টগ্রামের ফৌজদারহাট থেকে মীরসরাই পর্যন্ত এলাকায় শিল্প-কারখানা বেড়ে যাওয়ায় গ্যাসের লাইন সম্প্রসারণ করছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
ফৌজদারহাট থেকে বারোইয়ারহাট পর্যন্ত ২০ ইঞ্চি ব্যাসের ৫৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানান সংশ্লিষ্টরা।
'ফৌজদারহাট টু বারোইয়ারহাট গ্যাস পাইপলাইন' প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিউল আজম খান দ্য ডেইলি স্টারকে বলেন, ফৌজদারহাট থেকে মীরসরাই পর্যন্ত এলাকায় শিল্প-কারখানা বেড়ে যাওয়ায় গ্যাসের পুরোনো ১০ ইঞ্চি লাইন দিয়ে গ্রাহকদের চাহিদা পূরণ হচ্ছে না। তাই কেজিডিসিএল কর্তৃপক্ষ ওই এলাকায় গ্যাসের চাপ ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২০ ইঞ্চি ব্যাসের পাইপলাইন স্থাপন করছে। ইতোমধ্যে ৫৪ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। বাকি তিন কিলোমিটার পাইপলাইনের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে।
কর্মকর্তারা জানান, কেজিডিসিএল কর্তৃপক্ষ ২০২১ সালের জুলাইয়ে ফৌজদারহাট টু বারোইয়ারহাট গ্যাস পাইপলাইন প্রকল্পের কাজ শুরু করে। এই প্রকল্প বাস্তবায়নে ২৪২ কোটি টাকা ব্যয় করা হচ্ছে।
Comments