চট্টগ্রামে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ

আজ বিকেলে এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রামের দুই নম্বর গেট ও টাইগারপাস এলাকায় কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হন।

আজ বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে টাইগারপাসে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। পরে বিকেল ৫টার দিকে দুই নম্বর গেটেও পুলিশ শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয়। পরে এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে ঠিক কতজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদের পরিচয় এখনো জানা যায়নি।

বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীরা দুই নম্বর গেট এলাকা অবরোধ করে অবস্থান নিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে এবং শিক্ষার্থীরা রাস্তায় বসে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন।

অবরোধের কারণে ঘটনাস্থলের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশের লাঠিচার্জে আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিম। চিকিৎসা নিয়ে আবার দুই নম্বর গেট এলাকায় আন্দোলনে যোগ দেন তিনি।

রেজাউল করিম বলেন, পুলিশ আমাদের বিনা কারণে লাঠিচার্জ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

তবে, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমার দাবি, পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেনি। শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আন্দোলনের শুরুতে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা চট্টগ্রাম স্টেশনে রেললাইন অবরোধ করেন। পরে বিকেল ৩টা ৫০ মিনিটে তারা চট্টগ্রাম পুরাতন স্টেশনের সামনে জড়ো হন। এরপর টাইগারপাস এলাকায় যান, সেখানে আগে থেকেই পুলিশ অবস্থান নেয়।

Comments