চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

বাসটি থামিয়ে ভাঙচুর করে পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি: প্রথম আলো থেকে নেওয়া

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

আজ সকাল সাড়ে আটটার দিকে নগরীর পটিয়া উপজেলার ভেল্লাপাড়া সড়ক এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, 'বিএনপির নেতাকর্মীরা একটি চলন্ত বাস থামিয়ে ভাঙচুর করে এবং এক পর্যায়ে তারা বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।'

'পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছি', বলেন তিনি।

এর আগে রাঙ্গুনিয়া উপজেলার লিচু বাগান এলাকার চট্টগ্রাম কাপ্তাই সড়কে পাথরবোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোররাত সাড়ে ৩টার দিকে ট্রাকটিতে আগুন দেওয়া হয়। ট্রাকটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল।'

Comments

The Daily Star  | English