চট্টগ্রামে হিমাগারে আগুন, দেয়াল ধসে আহত ৪

চট্টগ্রামে আগুন
বন্দরনগরী চট্টগ্রামের বাকালিয়া থানাধীন রাজাখালী এলাকায় হিমাগারে আগুন ও দেয়াল ধসের ঘটনা ঘটে। ছবি: রাজীব রায়হান/স্টার

বন্দরনগরী চট্টগ্রামের বাকালিয়া থানাধীন রাজাখালী এলাকায় হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

আজ বুধবার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

আহতরা হলেন মো. তারেক (২৮), নুর হোসেন, মো. মান্নান (৩৪) ও রবিন (২২)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ভোররাত ১টার দিকে জনতা হিমাগারে আগুন লাগে। সেখানে অ্যামোনিয়া গ্যাসের লিকেজের কারণে পুরো এলাকায় তীব্র গন্ধ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক ডেইলি স্টারকে বলেন, 'আগুনের কারণে কোল্ড স্টোরেজের দেয়াল ধসে ৪ জন আহত হন।'

চট্টগ্রামে আগুন
চট্টগ্রামের বাকালিয়া থানাধীন রাজাখালী এলাকায় হিমাগারে আগুন ও দেয়াল ধসের ঘটনায় আহতদের একজন। ছবি: সংগৃহীত

বাকালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ডেইলি স্টারকে বলেন, 'জনতা কোল্ড স্টোরেজ ভবনের নিচতলায় শুটকি মাছ সংরক্ষণ করে। ভোররাতে ওই এলাকায় আগুন লাগলে অ্যামোনিয়া গ্যাস লিক করে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পার্শ্ববর্তী বিল্ডিং থেকে বাসিন্দাদের সরিয়ে নেন।'

ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোররাত আড়াইটার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ সদরদপ্তরের ফায়ার সার্ভিস কন্ট্রোল ইউনিট জানিয়েছে, ভোর সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নিভে আসে।

৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. আরিফ ডেইলি স্টারকে জানান, আগুনে কোল্ড স্টোরেজের দেয়াল ধসে আহত ৪ জনকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago