চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা নালায়, ৬ মাসের শিশু নিখোঁজ

চট্টগ্রাম মহানগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা খোলা নালায় পড়ার ঘটনায় ছয় মাসের শিশু নিখোঁজ আছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের কাছে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান।
ফায়ার সার্ভিস জানায়, বৃষ্টির পর তীব্র স্রোত থাকায় এক নারী ও তার শিশুকে বহনকারী রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নালায় পড়ে যায়। স্রোতে শিশুটি তলিয়ে গেলেও ওই নারী নিজেকে উদ্ধার করতে পারেন।
পরে চন্দনাপুরা ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।
আনোয়ার হোসেন বলেন, 'বৃষ্টির পর ড্রেনে তীব্র স্রোত থাকায় শিশুটি তলিয়ে গেছে।'
রাত ৯টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার অভিযান তদারকি করেন।
তিনি সাংবাদিকদের বলেন, 'নিখোঁজ শিশুটিকে উদ্ধার করাই এখন আমাদের প্রথম অগ্রাধিকার।'
Comments