সারা দেশে ১৪ পুলিশ সদস্যসহ নিহত ৯৩

বরিশালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। ছবি: টিটু দাস/স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ঢাকাসহ সারা দেশ থেকে আমাদের সংবাদদাতারা জানাচ্ছেন সর্বশেষ অবস্থা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ রোববার থেকে অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে বিভিন্ন জেলায় নিহত হয়েছেন অন্তত ৯৩ জন।

তাদের মধ্যে রাজধানীতে ১২ জন, সিরাজগঞ্জে ১৮ জন, লক্ষ্মীপুরে আটজন, ফেনীতে আটজন, নরসিংদীতে ছয়জন, বগুড়ায় পাঁচজন, রংপুরে চারজন, মাগুরায় চারজন, সিলেটে চারজন, পাবনায় তিনজন, মুন্সিগঞ্জে তিনজন, কুমিল্লায় তিনজন, কিশোরগঞ্জে তিনজন ও শেরপুরে তিনজন, জয়পুরহাটে দুইজন, হবিগঞ্জে একজন, বরিশালে একজন, সাভারে একজন, ভোলায় একজন, গাজীপুরে একজন, কক্সবাজারে একজন ও ঢাকার কেরানীগঞ্জে একজন নিহত হয়েছেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে।

০৪ আগস্ট ২০২৪
১১:০৮ অপরাহ্ন

জয়পুরহাটে আরও একজন নিহত

সংঘর্ষে জয়পুরহাটে আরও একজন নিহত হয়েছেন। তার নাম রফিকুজ্জামান রহিম (৫৩)। তিনি জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি।

গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেনারেল হাসপাতাল থেকে বগুড়ায় নেওয়ার পথে রোববার রাতের দিকে তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

০৪ আগস্ট ২০২৪
০৯:৩৮ অপরাহ্ন

হবিগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ ১ তরুণের মৃত্যু

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রিপন শীল (২৭) নামে এক তরুণ নিহত হয়েছেন।

এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার রাত ৮টায় ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল মোমিন উদ্দিন চৌধুরী বলেন, ‘সংঘর্ষে গুলিবিদ্ধ রিপনকে হাসপাতালে আনা হয়েছিল। পরে তার মৃত্যু হয়।’

০৪ আগস্ট ২০২৪
০৯:১৫ অপরাহ্ন

কক্সবাজারে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ১৫, নিহত ১

আজ সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারের ঘুনগাছতলা এলাকায় আন্দোলনকারীরা মিছিল নিয়ে গেলে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলে পুলিশ ছিল না।

আমাদের সংবাদদাতা জানান, এ সংঘর্ষের সময় সেখানে শতাধিক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, গুলিবিদ্ধ ১৫ জন তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং অপর একজনের অবস্থা গুরুতর।

০৪ আগস্ট ২০২৪
০৮:৩৯ অপরাহ্ন

উত্তরায় আ. লীগ নেতাকে পিটিয়ে হত্যা

উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ঢাকা উত্তর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ারুল ইসলাম নিহত হয়েছেন।
নিহতের চাচাতো ভাই ও ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

০৪ আগস্ট ২০২৪
০৮:১৮ অপরাহ্ন

শেরপুরে সংঘর্ষে নিহত ৩

শেরপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

শেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন জেলা শহরের বাসিন্দা তুষার (২৪) ও সদর উপজেলার মাহবুব (৩০)।  অপর একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

০৪ আগস্ট ২০২৪
০৭:৪৭ অপরাহ্ন

লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে নিহত ৮, আহত অর্ধশতাধিক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত আটজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

০৪ আগস্ট ২০২৪
০৬:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ পুলিশ সদস্য নিহত

অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

০৪ আগস্ট ২০২৪
০৬:৩৫ অপরাহ্ন

ভোলায় ছাত্র-জনতার সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে নিহত ১

ভোলায় ছাত্র-জনতার সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছে বলে জানা গেছে।

আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা শহরের বিভিন্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জসিম (৪০) নামে একজন মারা গেছে বলে ভোলা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ঢাকায় নিহত অন্তত ১২

ঢাকার ধানমন্ডি, গুলিস্তান, যাত্রাবাড়ী, উত্তরা ও ফার্মগেট এলাকায় সংঘর্ষে শিক্ষার্থীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নয়জনের মরদেহ আনা হয়েছে। তাদের একজন হাবিবুল্লাহ বাহার কলেজের বিবিএ দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিক (২৩) এবং অপরজন তাহিদুল ইসলাম (২২)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পর বিকেল ৩টা ৫০ মিনিটে আব্দুল্লাহ এবং ৫টা ২৫ মিনিটে তাহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আব্দুল্লাহ জিগাতলা এলাকায় এবং তাহিদুল ফার্মগেটে গুলিবিদ্ধ হন।

বাচ্চু মিয়া জানান, ঢামেক হাসপাতালে আজ সংঘর্ষে নিহত মোট নয়জনের মরদেহ আনা হয়েছে।

মিটফোর্ড হাসপাতালের আনসার কমান্ডার আব্দুল আহাদ জানান, দুপুর ১২টার দিকে গুলিস্তান এলাকা থেকে রেজাউর রহমান (২৩) নামে এক যুবককে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

তিনি জানান, রেজাউরের বুকে গুলি লেগেছে। তার বাড়ি কুমিল্লার মহেশপুরে।

উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ঢাকা উত্তর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ারুল ইসলাম নিহত হয়েছেন।
নিহতের চাচাতো ভাই ও ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক সাইফুর রহমান জানান, তার হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

০৪ আগস্ট ২০২৪
০৫:৫৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জ শহরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংঘর্ষে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে।

০৪ আগস্ট ২০২৪
০৫:৪৯ অপরাহ্ন

নরসিংদীতে ৬ আ. লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নরসিংদীতে ছয় আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ রোববার দুপুর ১টার দিকে নরসিংদীর মাধবদী পৌর ভবনের পাশে বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিক এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহীদুল ইসলাম সোহাগ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

০৪ আগস্ট ২০২৪
০৪:৪৭ অপরাহ্ন

সিলেটে গুলিতে নিহত ৪, আহত অন্তত ২৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

এতে পুলিশ ও বিজিবিসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলা শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুদর্শন সেন দ্য ডেইলি স্টারকে দুইজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ অপর একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর সৌমিত্র চক্রবর্তী।

০৪ আগস্ট ২০২৪
০৪:৩৮ অপরাহ্ন

ঢামেকে চিকিৎসাধীন গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থী নিহত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল্লাহ সিদ্দিকী নামে এক শিক্ষার্থী মারা গেছে। তিনি হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএ দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তিনি লক্ষীবাজারের কলতাবাজার এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম আবু বকর৷

আজ রোববার আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে বিকেল ৩টা ৫০ মিনিটে চিকিৎসকরা তাকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা বোরহানউদ্দিন কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, জিগাতলা এলাকায় গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

০৪ আগস্ট ২০২৪
০৪:৩৮ অপরাহ্ন

বরিশাল নগরীতে নিহত ১

আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে বরিশাল মহানগরের ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজুল ইসলাম টুটু চৌধুরী (৬০) নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও মেডিকেল সূত্র তার পরিচয় নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে টুটু চৌধুরীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ঘণ্টাখানেক পর তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।’

হাসপাতাল সূত্র জানায়, আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত অন্তত ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

০৪ আগস্ট ২০২৪
০৪:০০ অপরাহ্ন

জয়পুরহাটে সংঘর্ষে নিহত ১

বিক্ষিপ্ত সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে জয়পুরহাট শহর। এ সংঘর্ষে নিহত হয়েছেন মেহেদী হাসান নামে এক আন্দোলনকারী।

এ ছাড়া, আওয়ামী লীগের নেতাকর্মী, আন্দোলনকারী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

০৪ আগস্ট ২০২৪
০৪:১৬ অপরাহ্ন

ফেনীতে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮ জন নিহত

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ রোববার দুপুর ২টার পর মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। 

আন্দোলনের সময় গুলিতে আটজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিফ ইকবাল।

তিনি জানান, নিহতদের বয়স ১৭ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

০৪ আগস্ট ২০২৪
০৩:৪৫ অপরাহ্ন

কুমিল্লায় নিহত ৩

কুমিল্লার দেবীদ্বারে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

দুপুর ১টার দিকে উপজেলার নিউমার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

কু‌মিল্লার ইলিয়টগঞ্জ হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ি‌র এক কন‌স্টেবলকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষোভকারীরা।

পূর্বাঞ্চল হাইও‌য়ে পু‌লিশের ডিআইজি মো. খায়রুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এ ছাড়া, কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সংঘর্ষে নিহত একজনের মরদেহ তাদের হাসপাতালে রয়েছে।

০৪ আগস্ট ২০২৪
০৩:৩৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জ শহরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন এ এফ এম ওবায়দুল ইসলাম জানান, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

এ ছাড়া, জেলার রায়গঞ্জে সংঘর্ষে নিহত হয়েছেন আরও চারজন।

ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স গুলিবিদ্ধ যুবকের মরদেহ

ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আহমেদুল হক তিতাস বলেন, ‘দুপুর ১টা ২০ মিনিটের দিকে কয়েকজন ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসে। যুবকের পিঠে গুলিবিদ্ধ হয়েছে। তারা ওই যুবকের মরদেহ ফেলে চলে গেছে।’

০৪ আগস্ট ২০২৪
০৩:০০ অপরাহ্ন

রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংর্ঘষে নিহত ৪, আহত অন্তত ২০

রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা আব্দুল জলিল দ্য ডেইলি স্টারকে দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রত্যক্ষদর্শীরা আরও দুজন নিহতের তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে জাহাজ কোম্পানি মোড় এলাকায় অবস্থান নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের  নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি টাউনহলের দিকে যাওয়ার সময় সিটি বাজার সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পিস্তল, লাঠি, লোহার পাইপসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

নগরীর পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা ও তার গাড়িচালক সংঘর্ষের সময় নিহত হন। তাদের মরদেহ সিটি করপোরেশন গেটের সামনে পড়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

০৪ আগস্ট ২০২৪
০২:৩৯ অপরাহ্ন

সাভারে সেনাবাহিনীর ২ গাড়ি ভাঙচুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির ডাকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন হাজারো ছাত্র-জনতা। এ সময় সেখানে সেনাবাহিনীর দুটি গাড়ি ভাঙচুর করা হয়।

দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেইট এলাকায় আন্দলোনকারীদের বিক্ষোভ চলাকালীন সেনাবাহিনীর দুটি টহল গাড়ি যাচ্ছিল ঢাকার দিকে। এসময় গাড়ি দুটি আটকে দেয় আন্দোলনকারীরা। একই সঙ্গে সেনাসদস্যদের উদ্দেশ্য করে আন্দোলনকারীরা 'এই মুহূর্তে দরকার, সেনাবাহিনীর সরকার' বলে স্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে, সেনাসদস্যরা মাইকিং শুরু করলে আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে সেনাবাহিনীর গাড়ি দুটির সামনের গ্লাস ভেঙে যায়। পরে সেনাসদস্যরা গাড়ি দ্রুত বিপরীত দিকে ঘুরিয়ে চলে যায়।

০৪ আগস্ট ২০২৪
০২:২৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ ৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে নারায়ণগঞ্জে হাজারো ছাত্র-জনতা পথে নেমে এসেছে। এতে শহর ও শহরতলীতে অচলাবস্থা তৈরি হয়েছে৷

আন্দোনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ছররা গুলি ছুঁড়লে অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে।

এরমধ্যে ভাঙচুর করা হয়েছে চাষাঢ়ায় রাইফেলস্ ক্লাব, পুলিশ বক্স৷ রাইফেলস্ ক্লাবের ভেতরে আগুন দেওয়া হলেও তা ছড়ায়নি৷

এদিকে, ফতুল্লার শিবুমার্কেট এলাকায় কয়েকটি পোশাক কারখানায় আগুন দেওয়া হলে বিসিকসহ সকল কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান বিকেএমইেএ'র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম৷

০৪ আগস্ট ২০২৪
০২:৩১ অপরাহ্ন

পাবনায় আ. লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ৩ আহত অন্তত ৩২

পাবনায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের টাউন হল সংলগ্ন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আজ রোববার সকাল থেকেই পাবনা শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সকাল ১১টার দিকে শহরের টাউন এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা।

এর আগে শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় তারা বাধার শিকার হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

টাউন হল এলাকায় ঘণ্টাখানেক ধরে অবস্থান করে আন্দোলনকারীরা। এর মধ্যে সাড়ে ১২টার দিকে সেখানে গোলাগুলি শুরু হলে অতর্কিত গুলির আঘাতে ৩ জন নিহত হয়।

০৪ আগস্ট ২০২৪
০২:১৯ অপরাহ্ন

চমেক হাসপাতালে গুলিবিদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা বেড়ে ৪২ হয়েছে।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল কর্মকর্তা তুহিন শুভ্র দাশ।

০৪ আগস্ট ২০২৪
০২:১৩ অপরাহ্ন

কুষ্টিয়ার পথে পথে আন্দোলনকারীদের বিক্ষোভ, ব্যাপক ভাঙচুর-আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে কুষ্টিয়ায় সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন হাজারো বিক্ষোভকারী।

এসময় আওয়ামী লীগের অফিস, ট্রাফিক বক্স ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

০৪ আগস্ট ২০২৪
০২:১৩ অপরাহ্ন

নরসিংদীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নরসিংদীসহ সারাদেশে শিক্ষার্থীদের হয়রানি ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছেন নরসিংদীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ১২টার পর শুরু হওয়া বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন পেশাজীবীরা যোগ দিয়েছেন।

০৪ আগস্ট ২০২৪
০২:১৩ অপরাহ্ন

শাহবাগে আন্দোলনকারীদের ওপর আ. লীগের হামলা, গুলিবিদ্ধ অন্তত ৩

রাজধানীর শাহবাগ এলাকায় এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় আহত অন্তত ছয়জন বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অন্তত তিনজন গুলিবিদ্ধ।

আজ রোববার দুপুর ২টার দিকে শাহবাগ থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন। দুপুর দেড়টার দিকে বাংলামোটর-ইন্টার কন্টিনেন্টাল হোটেলের মোড়ের দিকে অবস্থান নেয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তারা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় গুলির শব্দ শোনা যায়।

আহতদের মধ্যে অন্তত ছয়জন বারডেম হাসপাতালে চিকিৎসা নিতে যান এবং আহতদের মধ্যে তিনজনের সঙ্গে থাকা লোকজন জানান, তারা গুলিবিদ্ধ।

গুলিবিদ্ধদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছেন দ্য ডেইলি স্টার। তার নাম ইয়াসিন নূর। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের গাড়িচালক।

০৪ আগস্ট ২০২৪
০১:৫৩ অপরাহ্ন

বগুড়ায় সড়ক অবরোধ-মোড়ে মোড়ে আগুন, নিহত ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে সকাল থেকে বগুড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রেখেছে হাজারো বিক্ষোভকারী। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। সবচেয়ে বেশি উত্তপ্ত বগুড়া শহর ও দুপচাঁচিয়া উপজেলা।

সারা দিনে জেলায় পাঁচজন নিহতের তথ্য পাওয়া গেছে।

রোববার সকাল ১১টার পরে বগুড়া সদর থানা ও দুপচাঁচিয়া থানায় হামলা হয়েছে বলে জানিয়েছে বগুড়া পুলিশ সুপার জাকির হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপচাঁচিয়া থানায় হামলা হলে পুলিশ সেখানে গুলি ছোড়ে। গুলিতে অনেকে আহত হন।

দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামসুন্নাহার ডেইলি স্টারকে বলেন, ১২ জন চিকিৎসা নিতে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান। তার মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। মাথায় গুলি লেগে তিনি নিহত হয়েছেন।

তার নাম মনিরুল ইসলাম (২৪)। তার বাড়ি কাহালু উপজেলায়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, তাদের হাসপাতালে চারজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

তারা গুলিবিদ্ধ ছিলেন কি না এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি দ্য ডেইলি স্টার।

০৪ আগস্ট ২০২৪
০১:৫৫ অপরাহ্ন

ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ

দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থেকে মেটা প্ল্যাটফর্ম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর ফলে এই প্ল্যাটফর্মের ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকবে।

আজ রোববার দুপুর দেড়টার দিকে সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

০৪ আগস্ট ২০২৪
০১:৩৬ অপরাহ্ন

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে হাজারো ছাত্র-জনতা ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামনে থেকে অর্ধ কিলোমিটার এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজ রোববার সকাল পৌনে ১২টার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন। এর আগে সকাল সাড়ে ১০টার থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সাধারণ জনতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদমিনারে এসে জড়ো হতে শুরু করেন। পরে মহাসড়কের ডেইরি গেইট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

০৪ আগস্ট ২০২৪
০১:৪৪ অপরাহ্ন

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন, নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে আন্দোলনকারীদের বিক্ষোভ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি লস্কর নূরুল হক দ্য ডেইলি স্টারকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একদফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীরা জাহিদ ফারুকের বাসভবনের সামনে রাখা ১৯টি মোটরসাইকেলে আগুন দিয়েছে। এ সময় তারা আওয়ামী লীগের অন্তত চার-পাঁচজন নেতাকর্মীকে কুপিয়ে আহত করে।

এর আগে আন্দোলনকারীরা বরিশাল শহরের চৌমাথা এলাকায় আরও ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

আন্দোলনকারীরা সকালে সরকারি বিএম কলেজ থেকে মিছিল নিয়ে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকা, সিএনবি রোড ও চৌমাথায় অবস্থান নেয়।

তাদের ভাষ্য, এক দফা দাবিতে সরকার পতন ঘটিয়ে তবেই তারা ঘরে ফিরবে।

০৪ আগস্ট ২০২৪
০১:৩৮ অপরাহ্ন

চাঁদপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগ নেতাকর্মীদের সংঘর্ষ চলছে, আহত অন্তত ২০

চাঁদপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে আওয়ামীগ নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে শহরের তালতলা এলাকায় এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় অন্তত ২০ জন আহত হন। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

০৪ আগস্ট ২০২৪
০১:১৩ অপরাহ্ন

সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা বলেন, ফোরজি সেবা বন্ধের নির্দেশনা তাদের কাছে এসেছে।

০৪ আগস্ট ২০২৪
০১:১৭ অপরাহ্ন

মাগুরায় সংঘর্ষে নিহত অন্তত ৩, আহত ২০

মাগুরায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

আজ রোববার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মাগুরা সদর হাসপাতালের ব্রাদার আজিজুল হক জানান, একজন নিহত এবং পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন।

০৪ আগস্ট ২০২৪
০১:০৬ অপরাহ্ন

টাঙ্গাইলে আন্দোলনকারীদের ওপর হামলায় আহত ১০, রাজপথ এখন ছাত্র-জনতার দখলে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগের মধ্যে টাঙ্গাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সর্বস্তরের মানুষ।

আজ রোববার সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গা থেকে এসে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নজরুল সরনি সড়কে জড়ো হন। সেখানে হাজার হাজার ছাত্র-জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এরপর জমায়েতকারীরা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও দেখা গেছে।

এদিকে শহরের বটতলা এলাকায় আন্দোলনকারীদের ওপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন।

০৪ আগস্ট ২০২৪
১২:৩৫ অপরাহ্ন

খুলনায় জেলা আ. লীগ কার্যালয়ে আগুন, শহরের গুরুত্বপূর্ণ মোড় আন্দোলনকারীদের দখলে

খুলনায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একদফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীরা এই আগুন দেয়।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে জেলার শঙ্খমার্কেট এলাকায় ক্ষমতাসীন দলের জেলা কার্যালয়টিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুপুর সোয়া ১২টার সময় এই প্রতিবেদন রেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আন্দোলনকারী পৌঁছালে তারা সেখানে কোনো বাধার মুখে পরেননি। আওয়ামী লীগের অল্প কয়েকজন নেতাকর্মী সেখানে থাকলেও আন্দোলনকারীদের ধাওয়ায় তারা চলে যান।

সকাল থেকেই খুলনার শিববাড়ি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার অনেককে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে দেখা গেছে।

০৪ আগস্ট ২০২৪
১১:৪৫ পূর্বাহ্ন

বিক্ষোভ প্রতিরোধে মিরপুর ১০ মোড়ে আ. লীগ নেতাকর্মীদের অবস্থান

সরকারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রতিহত করতে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আজ রোববার সকাল থেকেই ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খানের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক শতাধিক সদস্য মিরপুর ১০ মোড়ে অবস্থান নেন।

তারা স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্র, জামায়াত-শিবির ও অন্যান্যদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন।

০৪ আগস্ট ২০২৪
১১:২৯ পূর্বাহ্ন

শাহবাগে শিক্ষার্থী ও পেশাজীবীদের অবস্থান

রাজধানীর শাহবাগ এলাকায় এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন যোগ দিয়েছেন নানা শ্রেণী-পেশার মানুষ।

আজ রোববার সকাল ১০টার দিক থেকেই শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ধীরে ধীরে তাদের সঙ্গে শ্রমিকসহ অন্যান্য সাধারণ মানুষ যোগ দিতে শুরু করেন।

শাহবাগ মোড় থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, লাঠি-সোটা হাতে তরুণ-যুবকরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। তারা নানা স্লোগানে মুখরিত করে রেখেছেন ওই এলাকা।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছেন শ্রমিকরা।

০৪ আগস্ট ২০২৪
১১:৪৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০

মুন্সীগঞ্জে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

আজ রোববার সকাল পৌনে ১১টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো. আবু হেনা মোহাম্মদ জামাল নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন রিয়াজুল ফরায়েজী (৩৮), ডিপজল (২৫) ও সজল (১৯)।

তাদের মধ্যে অন্তত দুইজন পেশায় শ্রমিক।

০৪ আগস্ট ২০২৪
১২:০১ পূর্বাহ্ন

শিববাড়ি মোড়সহ খুলনার বিভিন্ন পয়েন্ট আন্দোলনকারীদের অবস্থান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের শুরুর দিন সকাল থেকে খুলনার শিববাড়ি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার অনেককে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে দেখা গেছে।

তবে কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।

শিববাড়িসহ নগরের নতুন রাস্তা মোড়, বয়রা বাজার, নিউমার্কেট, কেডিএ অ্যাভিনিউসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শিববাড়ি মোড়ে সকল ১০টার পর পরই কয়েক হাজার শিক্ষার্থী জড় হয়ে মিছিল করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

০৪ আগস্ট ২০২৪
১১:১৫ পূর্বাহ্ন

সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারী-আ. লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ রোববার সকাল ১০টার দিক থেকেই সাইন্সল্যাব এলাকায় জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা।

সকাল ১১টার দিকে বাটা সিগন্যালের দিক থেকে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল সাইন্সল্যাবের দিকে আসতে থাকে এবং আন্দোলনকারীদের ধাওয়া দেয়।

কয়েক মিনিটের মধ্যেই আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে পিছু হটে।

এ সময় ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পায় দ্য ডেইলি স্টারের প্রতিবেদক।

০৪ আগস্ট ২০২৪
০৯:৫২ পূর্বাহ্ন

একই জায়গায় আ. লীগ ও ছাত্র আন্দোলনের কর্মসূচি, চট্টগ্রামে উত্তেজনা

বন্দরনগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করায় চট্টগ্রামে উত্তেজনা বিরাজ করছে।

আজ সকাল ১১টায় আন্দোলনকারীরা নিউমার্কেট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এবং আওয়ামী লীগও একই সময়ে একই স্থানে গণসমাবেশের ঘোষণা দিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পেশাগতভাবে দায়িত্ব পালন করবেন।

এ প্রসঙ্গে সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, 'জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।'

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago