চাঁদপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগ নেতাকর্মীদের সংঘর্ষ চলছে, আহত অন্তত ২০
চাঁদপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে আওয়ামীগ নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে শহরের তালতলা এলাকায় এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় অন্তত ২০জন আহত হন। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন সকাল ১০টার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরকারীরা শহরের বাসস্ট্যান্ড এলাকায় লাঠিসোটা নিয়ে অবস্থান নেন। তাদের প্রতিহত করতে শহরের কালীবাড়ি শপথ চত্বর এলাকায় দেশি অস্ত্রসস্ত্র নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় শহরের যান চলাচল ও দোকান-পাট বন্ধ হয়ে যায়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন 'আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেস্টা চালিয়ে যাচ্ছি।'
Comments