ঢাকায় গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

ফাইল ফটো

ঢাকা মহানগর ও জেলায় ৩৪ মামলায় গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে আজ শুক্রবার।

তাদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় করা ৩০ মামলায় গ্রেপ্তার ৩৭ পরীক্ষার্থীর জামিন আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশিদুল আলম। 

আর ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও কেরানীগঞ্জ থানার ৪ মামলায় গ্রেপ্তার ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন আদেশ দিয়েছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

আদালত সূত্র জানায়, এইচএসসি পরীক্ষার্থী বিবেচনা তাদের জামিন দেওয়া হয়েছে। একজন আইনজীবী এই ৩৭ পরীক্ষার্থীর পক্ষে জামিন আবেদন করেন।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি আটককৃতদের মধ্যে যদি কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকে, তাদের পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে সরকার আইনি সহায়তা দেবে।

 

Comments

The Daily Star  | English

3 arrested over killing of DU JCD leader near Suhrawardy Udyan

Masud Alam, deputy commissioner of Ramna Division Police, said the arrestees are outsiders

1h ago