৩ দাবিতে ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভকারীরা। ছবি: পলাশ খান/ স্টার

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নির্মমভাবে চালানো হত্যার বিচারসহ ৩ দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয়ক টিম গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকারীদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।

এতে আরও বলা হয়, সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে এই টিম বর্ধিত করা হবে।

Comments

The Daily Star  | English

Hasina’s ICT trial hears survivor’s account of being shot, denied treatment

Survivor claims Hasina ordered 'no release, no treatment' for injured protesters in court

1h ago