মিরপুর-১০: পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে

রাজধানীর মিরপুর-১০ এ থেমে থেমে পুলিশ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, শুরুতে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

পরে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যোগ দেন।

এরপর শিক্ষার্থীরা আবার সংগঠিত হয়ে ফায়ার সার্ভিসের দিক থেকে মিছিলে নিয়ে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ায়শেল নিক্ষেপ করে।

বর্তমান পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে আছে এবং দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হচ্ছে। 

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Al Bakhera killings: Water transport workers call for indefinite strike

Bangladesh Water Transport Workers Federation rejects ‘sole killer’ claim, demands arrest of real culprits, safety of all workers

1h ago