ঢাকাবাসীর কাছে আসিফকে ক্ষমা চাইতে হবে: ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আপত্তিকর মন্তব্য করে শুধু তাকে নয়, পুরো ঢাকাবাসীকে অপমান করেছেন। এ জন্য তাকে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন এই দাবি জানান।

ইশরাক বলেন, 'একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ দাবি করেছেন, আমি নাকি বিএনপির এক নেতার ইন্ধনে আন্দোলন করছি। তিনি আমাকে 'বিপথগামী' বলেছেন। তার এই ধরনের মন্তব্য শুধু আমার জন্য নয়, ঢাকার হাজারো ভোটারের জন্যও অপমানজনক।'

তিনি আরও বলেন, 'যারা অধিকার পুনরুদ্ধারের দাবিতে দিনের পর দিন রাস্তায় নেমেছিলেন, তাদের সবাইকে একটি বাক্যে ছোট করা হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আসিফ মাহমুদকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।'

সংবাদ সম্মেলনে ইশরাক অভিযোগ করেন, আসিফ মাহমুদ দাবি করেছেন কুমিল্লার এক বিএনপি নেতা তাকে উসকানি দিয়েছেন এবং আন্দোলন চালানোর জন্য আর্থিক ও অন্যান্য সহায়তা দিয়েছেন। ইশরাক বলেন, 'এই দাবির পক্ষে যদি তার কাছে কোনো প্রমাণ থাকে, তবে তিনি জাতির সামনে তা উপস্থাপন করুন। অন্যথায় তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।'

উল্লেখ্য, গত ১৫ মে থেকে ২৩ জুন পর্যন্ত নগর ভবনের প্রধান ফটক ও বিভিন্ন দপ্তরে তালা দিয়ে আন্দোলন করেন ইশরাকের অনুসারী কর্মকর্তা-কর্মচারীরা। ডিএসসিসির নাগরিক সেবা কার্যক্রম বন্ধ থাকে প্রায় ৪০ দিন। গত ২৩ জুন নগর ভবনের কার্যক্রম পুনরায় শুরু হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to intervene in forex market to curb volatility

The move was announced in BB’s latest monetary policy statement for the first half of FY26

Now