আমরা রাজনৈতিকভাবে অস্বাভাবিক সময় পার করছি: ফখরুল

ছবি: বাসস

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা রাজনৈতিকভাবে অস্বাভাবিক সময় পার করছি।'

তিনি আরও বলেন, 'ফ্যাসিবাদের পতন ঘটেছে, কিন্তু গণতন্ত্রের উত্তরণ হয়নি। জনগণের আকাঙ্ক্ষার জনগণের সরকার এখনো প্রতিষ্ঠিত হয়নি।'

মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে ফখরুল বলেন, 'ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা তাকে বারবার অনুরোধ করেছি—প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন।'

সংস্কারের দাবি বিএনপিই প্রথমে নিয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, 'সংস্কার আমাদের দাবি, আমাদের সন্তান। সুতরাং কঠিন সময়েও সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। আজকের সমাবেশ থেকে সরকারের প্রতি দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তা সামনে নিয়ে আসুন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। যেগুলোর বিষয়ে ঐকমত্য হয়নি, তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যাবে।'

বিএনপি মহাসচিব বলেন, 'গণমাধ্যমের স্বাধীনতা শহীদ জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। আজকে অনেক মিডিয়া এখানে দাঁড়িয়ে আছে, জিয়াউর রহমান সংস্কার করে মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন।'

'বারবার সরকার এসেছে, কিন্তু শ্রমিক শ্রেণির জন্য যে কাজ দরকার ছিল, তা হয়নি। শ্রমিকের অধিকারের গুরুত্ব প্রথম জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন। এ কারণে তিনি গার্মেন্টস কারখানা চালু করে নতুন সুযোগ তৈরি করেছিলেন। বিদেশে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করেছিলেন। রেমিট্যান্সের ব্যবস্থা করেছিলেন। যা কিছু, যতটুকু কল্যাণকর কাজ হয়েছে শ্রমিকদের জন্য—সবই হয়েছে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন,' যোগ করেন তিনি।

ফখরুল আরও বলেন, 'শ্রমিকরা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে, অথচ ন্যায্য মজুরি পায় না। শিশুদের হাতুড়ি পেটাতে হচ্ছে জীবিকার জন্য; যেখানে তার লেখাপড়া করার কথা, খেলাধুলা করার কথা, সেখানে তাকে পরিবারের হাল ধরতে হচ্ছে। শ্রমিকের কাজ করতে হচ্ছে। অথচ, যুগের পরিবর্তন হয়েছে, আধুনিক সব যন্ত্রের আবিষ্কার হয়েছে, উৎপাদনের প্রক্রিয়ার পরিবর্তন হয়েছে। কিন্তু শ্রমিক শ্রেণির পরিবর্তন হয়নি।'

Comments

The Daily Star  | English

Govt declares 10-day Eid holiday starting June 5

Offices to remain open on two weekly holidays— May 17 and 24—to offset Eid vacation

2h ago