অন্তর্বর্তী সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছে না: নুর

শুক্রবার নাগেশ্বরীতে নেওয়াশী কলেজ মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের অসন্তোষ রয়েছে। কারণ এ সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছে না। ছাত্রলীগকে নিষিদ্ধ করলেও জুলাই-আগষ্টের গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ করেনি। এমনকি তাদের বিচারের আওতায় আনারও কোনো উদ্যোগ নেয়নি।

শুক্রবার রাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী কলেজ মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার নেওয়াশীর বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আসেন নুরুল হক নুর।

নুর বলেন, দেশের সঠিক নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা নিয়ে কাজ করতে হবে। মাতৃভূমির স্বার্থ রক্ষায় যোগ্য নেতৃত্ব ও দৃঢ় নীতির বিকল্প নেই। তিনি বলেন, 'আমরা এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থা হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করেছি। আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করেছিল, ভবিষ্যতে কোনো সরকার যাতে এমন করতে না পারে, সেজন্য জনগণকে সচেতন থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'ভারতের আশীর্বাদপুষ্ট আওয়ামী পরিবারতন্ত্র দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। সেই অন্যায়ের জবাব দেওয়া হয়েছে ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সূচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে।'

বাংলাদেশ-ভারত সীমান্তে কিশোরী ফেলানী হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, '১৪ বছরেও ফেলানী হত্যার বিচার হয়নি, যা আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে। আমরা এই অন্যায় কোনোভাবেই মেনে নিতে পারি না।'

বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে নুর বলেন, 'এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য। যদি তারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে তাদেরও ছাড় দেওয়া হবে না। গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।'

সভায় গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সচিব মাসুদ রানা মোন্নাফ, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নূরে এরশাদ সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। মতবিনিময় সভায় নুরের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকী উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Political, economic reforms led to drop in overseas migration last year

More than 700 female workers migrated as skilled professionals last year

1h ago