লন্ডনে ৭ বছর পর মা-ছেলের মিলন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিট লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাত বছর পর হিথ্রো বিমানবন্দরে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হয় খালেদা জিয়ার। বুধবার সকালে সেখানে তারেক রহমান মাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।

হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক জিয়া ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

সেখানে আরও উপস্থিত ছিলেন তারেকের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

খালেদা জিয়া ২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে গেলে সবশেষ তারেক রহমানের সঙ্গে তার দেখা হয়েছিল।

তারেক ও তার পরিবার ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন।

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জটিল রোগীদের দীর্ঘ দূরত্বে স্থানান্তরের জন্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করা হয়েছে এয়ারবাস এ৩১৯ মডেলের এই উড়োজাহাজটিকে।

এর আগে, মঙ্গলবার রাত সোয়া ৮টায় তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এবং রাত ১০টা ৫১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া।

 

Comments

The Daily Star  | English

BTRC directs telcos to provide 1GB free internet on July 18

Mobile phone operators have been instructed to notify users in advance via SMS

1h ago