লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় লন্ডনে পৌঁছান খালেদা জিয়া।
এসময় তাকে তাকে স্বাগত জানান ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিএনপি সূত্র জানায়, হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে সরাসরি ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে নিয়ে যান। পরে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার সঙ্গে সেখানে আছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তার বরাতে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি হয়েছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জটিল রোগীদের দীর্ঘ দূরত্বে স্থানান্তরের জন্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করা হয়েছে এয়ারবাস এ৩১৯ মডেলের এই উড়োজাহাজটিকে।
মঙ্গলবার রাত সোয়া ৮টায় তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এবং রাত ১০টা ৫১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া।
Comments