বিএনপির সাবেক এমপি এস এ খালেক মারা গেছেন
বিএনপির সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এস এ খালেক মারা গেছেন।
আজ রোববার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এস এ খালেক দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত বুধবার তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শনিবার রাত থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন।
আজ দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে যান হাসপাতালে। তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।
এস এ খালেক ঢাকা-১৪ আসন থেকে বিএনপির হয়ে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।
আগামীকাল দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এবং দুপুর ২টা মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে এস এ খালেকের জানাজা অনুষ্ঠিত হবে।
গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে শায়রুল কবির জানান।
Comments