খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: এজাহারভুক্ত ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার

ছবি: পুলিশের সৌজন্যে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের মামলায় মো. আবুল হাসান (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আবুল হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি ওই হামলার সঙ্গে যুক্ত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের প্রচারণা চলছিল। বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে কারওয়ান বাজার এলাকায় প্রচারণায় অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ওই ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছে। আবুল হোসেন ওই মামলার এজাহারনামীয় আসামি।

তিনি আরও জানান, রাজধানীর মনিপুরিপাড়া এলাকা থেকে শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে তেজগাঁও থানা পুলিশ আবুল হাসানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

Inside the 3-year plan to fix banks

Bangladesh has committed to a sweeping overhaul of its troubled financial sector, outlining a detailed three-year roadmap as part of its latest agreement with the International Monetary Fund.

8h ago