টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাসকোটেক্স কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।

আজ শনিবার দুপুর ১টার দিকে টঙ্গীর সাতাইশের শরিফ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও সংঘর্ষের প্রত্যক্ষর্শীরা জানান, এই কারখানার ঝুট স্থানীয় আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন ওরফে ঝুট বিল্লাল কিনতেন। গত ৫ আগস্টের পর থেকে কারখানা কর্তৃপক্ষই ঝুট বিক্রি শুরু করে। ঝুট গোডাউন ভরে যাওয়ায় কর্তৃপক্ষ আজ দুপুরে বিক্রির প্রস্তুতি নেয়। সে সময় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের সমর্থকরা ঝুট নিতে আসেন। কারখানার সঙ্গে সমঝোতা করে ঝুট লোড করেন। সেই সময় ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ইফতেখার ৩০ থেকে ৪০ জন লোকজন নিয়ে আসেন। ঝুট কেনা নিয়ে সে সময় তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এই ব্যাপারে জানতে চাইলে ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বলেন, 'তেমন কিছুই হয়নি।'

টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বসির আহম্মেদ বলেন, 'সব পক্ষই আমাদের। বিষয়টি আমাদের হাসান উদ্দিন সরকার আপস-মীমাংসা করছেন।'

যোগাযোগ করা হলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার বলেন, 'আমি কিছু জানি না।'

মিরনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে প্রতিবারই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Comments

The Daily Star  | English

NBR officials announce five-day protest, demand chairman’s removal

With this, the demonstration entered its sixth day, hampering trade, business operations and revenue-related activities

5h ago