রংপুরে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ইউনিয়ন কমিটি

স্টার ডিজিটাল গ্রাফিক্স

রংপুরে পীরগাছা সদর ইউনিয়ন শাখার হিন্দু কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল শুক্রবার রাতে পীরগাছা উপজেলা জামায়াতের অফিসে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যদের নাম ঘোষণা করেন।

আজ শনিবার পীরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশতাক আহমদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ সভাপতি ও স্থানীয় ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহসভাপতি হয়েছেন দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রভাষক তাপস চন্দ্র রায়।

এছাড়া কিসমত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণ সহসম্পাদক ও দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

কমিটি ঘোষণার আগে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ ও ইউনিয়ন জামায়াতের অর্থ-সম্পাদক হোসাইন আহমেদ।

মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

25m ago