কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রাব্বানীসহ ৩ জন আহত হয়েছেন। 

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা শহরের ঈগল চত্বরে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। সংঘর্ষে ধারালো অস্ত্রের ব্যবহার করা হয়েছে।'

আহত রাব্বানীর ভাতিজা রাসেল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'চাচা তার ভগ্নিপতি সালামসহ তিনজন ঈগল চত্বরে গেলে ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিপু সুলতানের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চাচা গুরুতর আহত হন।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে টিপু সুলতান ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয় ব্যবসায়ী ও মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুল ইসলাম মনিরের ট্রাক আটকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন রাব্বানী ও তার লোকজন। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে মনিরের কয়েকজন সমর্থককে মারধর করেন রাব্বানীর লোকজন।'

'পরে রাব্বানী ও মনিরের লোকজনের মধ্যে আবার সংঘর্ষ হয়। দুই রাউন্ড গুলিও হয়। আমার সঙ্গে কারো সংঘর্ষ হয়নি,' বলেন তিনি।

যোগাযোগ করা হলে সদ্যবিলুপ্ত কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের স্থানীয় নেতারা খুবই অসহিষ্ণু আচরণ করছেন। আমাদের জেলা বিএনপির কমিটি নেই। তারপরও ব্যক্তিপর্যায়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করছি।'

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

15m ago